পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি স্কুলের বেঞ্চ চুরি, জানেন না শিক্ষা কর্মকর্তা

রংপুরের পীরগাছার দুধিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা
রংপুরের পীরগাছার দুধিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছার দুধিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ জোড়া বেঞ্চ গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে চুরি হয়। কিন্তু এ ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। এমনকি চুরির এই ঘটনাটি খোদ উপজেলা শিক্ষা কর্মকর্তাও জানেন না।

জানা যায়, বুধবার (২৪ জানুয়ারি) সকালে ওই বিদ্যালয়ের আয়া ও প্রহরী স্টোররুমের দরজার কব্জা কাটা এবং এক স্থানে বেঞ্চের চারটি তক্তা (কাঠ) দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখেন স্টোরে রক্ষিত তৃতীয় শ্রেণির কক্ষের ৯ জোড়া বেঞ্চ নাই। এরপর বিষয়টি জানাজানি হলে খোঁজাখুুঁজির একপর্যায়ে ওই স্কুলের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী দুদু মিয়া নামের এক ব্যক্তির বাসার সামনে একটি ভ্যানে স্কুল বেঞ্চের লোহার কাঠামো লোড করতে দেখে শিক্ষকদের এসে বলেন। পরে শিক্ষকরা সেখানে গিয়ে থানা পুলিশের উপস্থিতিতে বেঞ্চের লোহার কাঠামোগুলো উদ্ধার করেন। তবে এই ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি।

এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম কালবেলাকে বলেন, চুরি যাওয়া বেঞ্চের লোহার কাঠামোগুলো থানা পুলিশের উপস্থিতিতে উদ্ধার করা হয়েছে। যে বাসার সামনে থেকে উদ্ধার করা হয়েছে সে বাসার মালিক বাসায় থাকেন না। বাসাটি তালাবদ্ধ থাকে। ভ্রাম্যমাণ ভাঙারি মালামাল ক্রেতা ওই ভ্যানওয়ালাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। ওই ভ্যানওয়ালা কিছুটা অস্বাভাবিক হওয়ায় স্থানীয়দের সুপারিশের ভিত্তিতে তার কাছে লিখিত বিবৃতি নিয়ে ভাঙারি মালামাল ব্যবসায়ী চন্ডিপুর এলাকার মিলন মিয়ার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। চুরির বিষয়টি এই ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।

চুরির ঘটনায় কোনো মামলা করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ওই বাড়িতে অনন্তরাম কসাইটারী গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে নুরুজ্জামান ও রফিকুল ইসলামের ছেলে শামীমকে নাকি শিক্ষার্থীরা দেখেছেন। যা তারা পুলিশকে জানিয়েছেন। আমি এসআই শাহনেওয়াজকে বলেছিলাম এ বিষয়ে আমাদের পরবর্তী করণীয় কী? উনি বলেছিলেন ভ্যানওয়ালার বিবৃতির কপিটি আমার হোয়াটসএ্যাপে পাঠিয়ে দিয়েন, পরে বিষয়টি আমরা দেখব।

ওই স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি আতিকুর রহমান অলিপ কালবেলাকে বলেন, চুরির ঘটনাটি আমরা থানা পুলিশকে জানিয়েছি। পুলিশের উপস্থিতিতে মালামাল উদ্ধার করা হয়েছে। পরে পুলিশের তরফে যা যা করণীয় আমরা তাদের করতে বলেছি।

পীরগাছা থানার সাব-ইন্সপেক্টর শাহনেওয়াজ কালবেলাকে বলেন, খবর পেয়ে আমি সঙ্গীয় কয়েকজনসহ সেখানে গিয়েছিলাম। আমাদের উপস্থিতিতে শিক্ষকরা ওই মালামাল উদ্ধার করে। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।

উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান কালবেলাকে বলেন, বিষয়টি আমি জানি না। খোঁজ নিচ্ছি।

পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার কালবেলাকে বলেন, আমি ওই সময় ছুটিতে ছিলাম। খোঁজ নিচ্ছি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা উদযাপনে নানা আয়োজন

‘প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি হয়ে গেছেন’

ট্রাম্পের রক্তচক্ষুকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত

ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু

প্রশাসনের গাফিলতিতে মধ্যরাতে মেয়েদের হল বন্ধ থাকে : জিএস পদপ্রার্থী জেরিন 

চুরির ভোটে জিতেই কি মোদি প্রধানমন্ত্রী? জোরালো হচ্ছে অভিযোগ

আর্জেন্টিনা খেলবে র‌্যাঙ্কিংয়ের ১৫৭তম দলের বিপক্ষে, জেনে নিন সময়সূচি

দুই বাচ্চার মা বলায় দেবের ওপর চটলেন শুভশ্রী

আশুলিয়ায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১০

সংবিধানের বই উঁচু করে অধ্যাপক কার্জন বললেন, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে

১১

সাবমেরিন ক্যাবলে ত্রুটি, ৪ দিন ধরে অন্ধকারে ১৭ ইউনিয়ন

১২

চাঁদাবাজির অভিযোগে ৬ জনের নামে মামলা বিএনপি নেতার

১৩

বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই : রাশেদ প্রধান 

১৪

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস 

১৫

শ্যামনগর যুবদলের নতুন আহ্বায়ক শেখ নাজমুল হক

১৬

বাবাকে হত্যার তিন দিন আগেই কবর খোঁড়েন ছেলে

১৭

নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : মির্জা ফখরুল

১৮

লোকালয়ে ঘুরছে বাঘ, বিজিবির সতর্কবার্তা

১৯

যে তিন নায়িকা নিয়ে কাজ করতে চান যিশু

২০
X