আমিরুল ইসলাম, কামারখন্দ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ১২:১২ এএম
অনলাইন সংস্করণ

বাজারে কাঁঠালের লম্বা সারি, ক্রেতার দেখা নেই

সড়কেই বসেছে সুস্বাদু কাঁঠালের হাট। ছবি : কালবেলা
সড়কেই বসেছে সুস্বাদু কাঁঠালের হাট। ছবি : কালবেলা

বাতাসে কাঁঠালের সু-ঘ্রাণ। পাকা কাঁঠালের গন্ধে ম-ম করছে এলাকা। সকাল থেকেই সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল বাজারে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নিয়ে আসা পাকা কাঁঠালগুলো শহরের প্রধান সড়কের এক পাশ দিয়ে বিক্রি করার জন্য লম্বা সারি করে সাজিয়ে রাখা হয়েছে। কাঁঠালের আকারভেদে এক একটি কাঁঠাল ১০-৫০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। আবার ক্রেতা কম থাকায় অনেকেই কাঁঠাল ভেঙে বিনামূল্যে খাবারের জন্য আশপাশের লোকজনকে বলাবলি করছে। এমন দুর্দশায় অনেক বিক্রেতার জাতীয় এই ফলটি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

সরেজমিনে জামতৈল বাজারে দেখা যায়, শতাধিক কৃষক বিভিন্ন জায়গা থেকে কাঁঠাল এনে সারি করে সাজিয়ে রেখেছেন। অথচ বাজারে মধ্যস্বত্বভোগী ছাড়া ক্রেতার দেখা নেই।

কাঁঠাল ব্যবসায়ী ও উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, এই জামতৈল বাজারে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের রাস্তার ধারে বাড়ির আশপাশে কৃষকের উৎপাদিত কাঁঠাল বেচাকেনা হয়। বৈশাখ-জ্যৈষ্ঠ মাস আম-কাঁঠালের মৌসুম। বাজার এখন পরিপক্ব কাঁঠালে সয়লাব। আগে এই সময় কাঁঠালের পাশাপাশি পাইকারে বাজার জমজমাট থাকলেও এ বছর অবস্থা অনেকটা ভিন্ন।

স্থানীয় ফল ব্যবসায়ীদের মতে, গত ১৫ দিন ধরে প্রতিদিন বাজারে গড়ে কাঁঠাল জমায়েত হয়। কিন্তু সমতলের পাইকার এখনো আসেনি। ফলে দামও কম। যে কাঁঠাল বিগত সময়ে ৫০ থেকে ১২০ টাকায় বিক্রি হতো, এখন সেই কাঁঠাল বিক্রি হচ্ছে মাত্র ২০ থেকে ৫০ টাকায়!

কৃষক আবদুল মজিদ এবং দোহা তালুকদার বলেন, এ বছর কাঁঠালের উৎপাদন অনেকটাই বেশি বিক্রি না হলে বিপদ ঘটাবে। পচনশীল ফল বলে একে গাছে রাখার সুযোগ নেই। এ ছাড়া এই অঞ্চলে হিমাগারও নেই। বাজারে কাঁঠালের আমদানির তুলনায় ক্রেতা অনেকটাই কম অনেকে কাঁঠাল বিক্রি করতে না পেরে ফেলে রেখে চলে যাচ্ছেন অথবা বিনে পয়সায় কাউকে দিয়ে দিচ্ছেন । এতে কৃষকের লোকসানের ঘানি টানতে হতে পারে।

এ সময় স্থানীয় পাইকার জামাল উদ্দিন বলেন, অন্যান্য বছরের তুলনায় এবারে কাঁঠালের উৎপাদন সব অঞ্চলেই বেশি। এ কারণে দেখা যাচ্ছে বাজারে ক্রেতা কম অন্যদিকে প্রচণ্ড গরম এই গরমে অনেকে কাঁঠাল খেতে চাচ্ছে না। আমরা বিভিন্ন শহরে কাঁঠাল নিয়ে গেলেও সেটা সঠিক দামে বিক্রি করতে না পেরে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে রাস্তা খরচ, বাজার টোল ও গাড়ি ভাড়া পরিশোধ করে তেমন লাভ থাকছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল দৈনিক কালবেলাকে বলেন, কামারখন্দ উপজেলায় কাঁঠালের বাগান না থাকলেও মুগবেলাই, ভদ্রঘাট, জামতৈল এই অঞ্চলের প্রত্যেকের বাড়িতে কমপক্ষে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত কাঁঠাল গাছ লাগানো আছে যেখানে এক একটি কাঁঠাল গাছ থেকে ৩০ থেকে ৫০ টা পর্যন্ত ধরে আছে। অন্যান্য বছরের তুলনায় এবারে আবহাওয়াটা উষ্ণ থাকায় কাঁঠালের উৎপাদন অনেকটাই বেশি।

তিনি আরও বলেন, কাঁঠাল অত্যন্ত উপকারী একটা ফল। কাঁঠাল প্রায় শতভাগ ব্যবহারের যোগ্য। কাঁঠাল কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া যায়। পাকা অবস্থায় মানুষ খায় এবং এর অবশিষ্ট অংশ গরুর খাদ্য হিসেবে ভালো । কাঁঠাল অনেকে গরমের কারণে খেতে চায় না কিন্তু কাঁঠালের কোষ থেকে রস বের করে এটা যদি ফ্রিজআপ করা যায় তাহলে এই কাঁঠালের রস থেকে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার তৈরি করা যায় যেমন রুটি, লুচি এবং বড়া অথবা কাঁঠালের চিপস কেউ যদি চায় এইভাবে সংরক্ষণ করে অফ মৌসুমে এটার ব্যবহার করতে পারে এবং এটার পুষ্টিগুণ শরীরের জন্য অত্যন্ত ভালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে ঢুকে তপসিকে এলোপাতাড়ি কোপায় শুক্কুর

এনসিপির আরেক নেতার পদত্যাগ

দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়ন কতটা হয়েছে, ভবিষ্যতে দেখা যাবে : পররাষ্ট্র উপদেষ্টা

ক্যারিয়ারকে কোনো নির্দিষ্ট মাইলফলক হিসেবে দেখি না : আলিয়া

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজা সম্পন্ন

ছাত্রীনিবাসে ফ্যানের সঙ্গে ঝুলছিল শিক্ষার্থী

ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনে ব্যাপক পরিবর্তন এনে অধ্যাদেশ কার্যকর

পাকিস্তানে ধুরন্ধরের বাজিমাত

যুবককে কুপিয়ে হত্যা, রাস্তায় পড়েছিল রক্তাক্ত মরদেহ

রাবি শিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি মেহেদী

১০

কাজে আসছে না কোটি টাকার ফগ লাইট, দায় নিচ্ছে না কেউ!

১১

মাদক কারবারিদের হামলায় পুলিশ কর্মকর্তাসহ আহত ৪

১২

আপনার মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে আছে, এমন কিছু সতর্ক সংকেত

১৩

সায়েদুর রহমানকে ফের বিশেষ সহকারী নিয়োগ

১৪

খালেদা জিয়ার আসনে কারা বিএনপির প্রার্থী হবেন, জানালেন সালাহউদ্দিন 

১৫

বছরে এক উপজেলায় ৩০ জনের অপমৃত্যু

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

১৭

মুস্তাফিজকে নেওয়ায় শাহরুখকে গাদ্দার বললেন বিজেপি নেতা

১৮

দুর্বৃত্তের হাতে যুবক হত্যা

১৯

বছরের শুরুতে ‘জোড়া সুখবর’ দিলেন অধরা

২০
X