রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৩ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে ৩ পুলিশ গ্রেপ্তার

পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজশাহী ও দিনাজপুরের তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে দুজন পুলিশ সদস্য এবং অন্যজন সহকারী উপপরিদর্শক (এএসআই)।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- এএসআই গোলাম রাব্বানী, পুলিশ সদস্য আবদুর রহমান ও শাহরিয়ার পারভেজ শিমুল।

এরমধ্যে আবদুর রহমান ও শাহরিয়ার পারভেজ শিমুল রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দপ্তরে আর এএসআই গোলাম রাব্বানী দিনাজপুরে কর্মরত ছিলেন।

গ্রেপ্তারকৃত শাহরিয়ার পারভেজ শিমুল রাজশাহীর মোহনপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের মো. আসাদ আলীর ছেলে, আবদুর রহমান চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার যাদুপুর গ্রামের মো. আব্দুল হানিফের ছেলে। আর গোলাম রাব্বানী রংপুরের পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামের বাসিন্দা মৃত নেছাব উদ্দিনের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগে পুলিশের এই সদস্যরা ১৫-২০ জন চাকরিপ্রার্থী পরীক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার চুক্তি করেন। এ জন্য তাদের প্রত্যেককে খুবই ছোট আকারের হেডফোন সরবরাহ করেন। এ যন্ত্রের সাহায্যে বাইরে থেকে পরীক্ষার্থীদের প্রশ্নের সব উত্তর বলে দেওয়ার কথা ছিল। এ জন্য একেক পরীক্ষার্থীর সঙ্গে ১০ থেকে ১২ লাখ টাকার চুক্তিসহ তাদের কাছ থেকে চেক ও স্ট্যাম্প নেওয়া হয়। পুলিশের অভিযানে কিছু স্ট্যাম্প, একটি ১০ লাখ টাকার চেক এবং ১৪টি গোপন ডিভাইস উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরীক্ষার আগের রাতে এই পুলিশ সদস্যদের এমন তৎপরতার বিষয়ে জানতে পেরে প্রথমেই আরএমপি সদর দপ্তরের কম্পিউটার অপারেটর শাহরিয়ার পারভেজ শিমুল ও আবদুর রহমানকে আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা আটক করে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত তাদের নগর ডিবি পুলিশের কার্যালয়েই রাখা হয়। তাদের কাছ থেকে তথ্য নিয়ে দিনাজপুরের পার্বতীপুর থানা থেকে এএসআই গোলাম রাব্বানীকে আটক করা হয়। এ চক্রের সঙ্গে আর কে কে জড়িত তা জানার চেষ্টা করা হচ্ছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও মুখপাত্র মো. জামিরুল ইসলাম বলেন, এ ধরনের প্রতারণার চেষ্টার অভিযোগে কারিমা খাতুন নামের এক ভুক্তভোগী পরীক্ষার্থী শনিবার সন্ধ্যায় ৫ জনকে আসামি করে রাজপাড়া থানায় একটি মামলা করেছেন। এ মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি দুই আসামিকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী সস্ত্রীক আটক

পৃথিবী ধ্বংস হতে আর কতক্ষণ, জানাল ডুমসডে ক্লক

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? জেনে নিন হতে পারে যেসব ক্ষতি

শ্রমিক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

টাকা দিয়ে এবার কোনো নির্বাচন হবে না: ড. মোবারক

বদলি নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের মানতে হবে যেসব নিয়ম

বন্ধ হচ্ছে ৬ আর্থিক প্রতিষ্ঠান

দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের সড়ক

চাকরি দিচ্ছে বিকাশ, আবেদন করুন আজই

১০

গণঅধিকার পরিষদের প্রার্থীকে অপহরণ করে মারধর

১১

ইতালিতে জরুরি অবস্থা জারি

১২

মাথায় আঘাত পেলে যা করবেন, কখনই বা ডাক্তারের কাছে যাবেন

১৩

এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

১৪

চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত

১৫

দেশে আমার সকল সন্তান যেন থাকে দুধে ভাতে : মির্জা ফখরুল

১৬

সেপটিক ট্যাংকে গৃহবধূর লাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৭

বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮

খুশকি দূর করুন সহজ ঘরোয়া যত্নে

১৯

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

২০
X