রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে যানবাহনে চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ৭

রাজশাহীতে যানবাহনে চাঁদাবাজির অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার ৭। ছবি : কালবেলা
রাজশাহীতে যানবাহনে চাঁদাবাজির অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার ৭। ছবি : কালবেলা

রাজশাহীতে সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনে চাঁদাবাজির অভিযোগে রাজশাহীর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়েছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। নগরীর বাইপাস সড়ক সংলগ্ন ট্রাক টার্মিনাল থেকে ৪ জন ও কাটখালীতে রাজশাহী-ঢাকা মহাসড়ক থেকে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) র‌্যাবের-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র রাজশাহী বাইপাস সড়কের ট্রাক টার্মিনাল এলাকায় কিছুদিন ধরে যানবাহন আটকে বেপরোয়া চাঁদাবাজি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় চাঁদাবাজ চক্রের মূলহোতা কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে আখতারুজ্জামান হেলেন, মতিহার থানার খোজাপুর গ্রামের আব্দুর রাজ্জাক, নগরীর তেরখাদিয়া এলাকার আমির হোসেনের ছেলে আব্দুল কুদ্দুশ ও বায়া ভোলাবাড়ি এলাকার ছলিম উদ্দিন সরকারের ছেলে মো. মিন্টুকে গ্রেপ্তার করা হয়।

তারা সোনামসজিদ স্থলবন্দর তথা চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া চাল, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজি করে আসছিল।

অন্যদিকে, রোববার রাতে নগরীর কাটাখালী এলাকায় মহাসড়কে যানবাহনে চাঁদা তোলার সময় বেলপুকুর এলাকার মাহবুব আলমের ছেলে আশরাফুল ইসলাম, নামাজগ্রাম এলাকার জাফফার মন্ডলের ছেলে মানিক আলী ও এমাজ উদ্দিন মন্ডলের ছেলে দুরুল হোদাকে (৩৮) হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে যানবাহন থেকে কয়েকটি লাঠি, চাঁদা তোলার রশিদ, ভাউচার, টোকেন ও চাঁদার ৬ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

অভিযোগে বলা হয়, এসব সংঘবদ্ধ চাঁদাবাজ মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, লেগুনা, হিউম্যান হলারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে চালকদের ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিল। দাবি করা অর্থ না পেলে তারা গাড়ি ভাঙচুর করছিল। চালকদের আটকে রেখে মারধরও করা হয়। মামলা দায়েরের পর গ্রেপ্তারদের সোমবার সকালে আরএমপির শাহ মখদুম ও কাটাখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এসব চাঁদাবাজের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় একাধিক চাঁদাবাজির মামলা চলমান বলেও র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরের সংস্কার নিয়ে যা জানা গেল

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের মৃত্যুদণ্ড

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ শিশু তামিমের

নির্বাচন উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা

চানখাঁরপুলে হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা, জেনে নিন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বিস্ফোরণ

ক্রাচে ভর দিয়ে পার্টিতে হৃতিক, কী হয়েছে নায়কের পায়ে

গাজার রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল, তবে...

ভয় দেখিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা ব্যর্থ হবে : আমান

১০

ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১১

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ৫০ নেতাকর্মী

১২

‘রাজাসাব’ ফ্লপ হতেই প্রভাস ভক্তদের রোষানলে নির্মাতা

১৩

গভীর রাতে দুই যুবদল নেতার বাড়িতে হামলা ও আগুন

১৪

যে কারণে পিছিয়ে গেল তারেক রহমানের রাজশাহী সফর

১৫

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার : অর্থসচিব

১৬

প্রধান উপদেষ্টা / গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল

১৭

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

১৮

দেশ ছাড়েননি বুলবুল, তিনি এখন মিরপুরে

১৯

লন্ডনের বাড়িতে বিরাট-অনুষ্কার পূজা

২০
X