রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে যানবাহনে চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ৭

রাজশাহীতে যানবাহনে চাঁদাবাজির অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার ৭। ছবি : কালবেলা
রাজশাহীতে যানবাহনে চাঁদাবাজির অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার ৭। ছবি : কালবেলা

রাজশাহীতে সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনে চাঁদাবাজির অভিযোগে রাজশাহীর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়েছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। নগরীর বাইপাস সড়ক সংলগ্ন ট্রাক টার্মিনাল থেকে ৪ জন ও কাটখালীতে রাজশাহী-ঢাকা মহাসড়ক থেকে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) র‌্যাবের-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র রাজশাহী বাইপাস সড়কের ট্রাক টার্মিনাল এলাকায় কিছুদিন ধরে যানবাহন আটকে বেপরোয়া চাঁদাবাজি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় চাঁদাবাজ চক্রের মূলহোতা কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে আখতারুজ্জামান হেলেন, মতিহার থানার খোজাপুর গ্রামের আব্দুর রাজ্জাক, নগরীর তেরখাদিয়া এলাকার আমির হোসেনের ছেলে আব্দুল কুদ্দুশ ও বায়া ভোলাবাড়ি এলাকার ছলিম উদ্দিন সরকারের ছেলে মো. মিন্টুকে গ্রেপ্তার করা হয়।

তারা সোনামসজিদ স্থলবন্দর তথা চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া চাল, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজি করে আসছিল।

অন্যদিকে, রোববার রাতে নগরীর কাটাখালী এলাকায় মহাসড়কে যানবাহনে চাঁদা তোলার সময় বেলপুকুর এলাকার মাহবুব আলমের ছেলে আশরাফুল ইসলাম, নামাজগ্রাম এলাকার জাফফার মন্ডলের ছেলে মানিক আলী ও এমাজ উদ্দিন মন্ডলের ছেলে দুরুল হোদাকে (৩৮) হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে যানবাহন থেকে কয়েকটি লাঠি, চাঁদা তোলার রশিদ, ভাউচার, টোকেন ও চাঁদার ৬ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

অভিযোগে বলা হয়, এসব সংঘবদ্ধ চাঁদাবাজ মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, লেগুনা, হিউম্যান হলারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে চালকদের ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিল। দাবি করা অর্থ না পেলে তারা গাড়ি ভাঙচুর করছিল। চালকদের আটকে রেখে মারধরও করা হয়। মামলা দায়েরের পর গ্রেপ্তারদের সোমবার সকালে আরএমপির শাহ মখদুম ও কাটাখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এসব চাঁদাবাজের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় একাধিক চাঁদাবাজির মামলা চলমান বলেও র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নির্বাচিত হলে নদী ভাঙন রোধই হবে প্রথম কাজ : মিন্টু

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, হাজার হাজার ফ্লাইট বাতিল

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

বিপিএলের সেরা একাদশ প্রকাশ করল ক্রিকইনফো, আছেন যারা

জুলাই শহীদ পরিবারের প্রতি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে : খোকন

বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি : আসিফ নজরুল

জাতীয় ঐক্যের ভিত্তিতে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করা হবে : শফিকুর রহমান

গাজীপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া

নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত বাড়বে?

১০

গাজায় দেড় শতাধিক আকাশচুম্বী ভবনের পরিকল্পনা ট্রাম্প জামাতার

১১

সাধারণ মানুষের সরব উপস্থিতিই বিএনপির শক্তির প্রমাণ : আমিনুল হক

১২

মাজারে যাওয়ার পথে প্রাণ গেল ২ জনের

১৩

২১ বছর পর কুমিল্লায় যাচ্ছেন তারেক রহমান

১৪

ট্রাম্পের কারণে বিশ্বকাপ বয়কট করতে চায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা

১৫

সঠিকভাবে হিজাব না পরায় তরুণীকে কারাগারে নিয়ে নির্যাতন

১৬

শিক্ষা কখনো একতরফা নয়, হতে হবে সবার অংশগ্রহণে : শিক্ষা সচিব

১৭

দেশের উন্নয়নে বিএনপি ছাড়া বিকল্প নেই : মিন্টু  

১৮

কার নির্দেশে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে হত্যা, জানাল ডিবি

১৯

সংস্কার নস্যাৎ করে ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা চলছে : মঞ্জু

২০
X