রাজধানীর অন্যতম প্রবেশদ্বার যাত্রবাড়িতে রাস্তার পাশে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করোপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় ডেমরা-যাত্রাবাড়ী ও ডেমরা- রামপুরা সড়কের দুপাশের অবৈধ দোকানপাট উচ্ছেদসহ ৫টি দোকানের বিরুদ্ধে মামলা করা হয় ও জরিমানা আদায় করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, দীর্ঘ সময় ধরে রাজধানীর প্রবেশদ্বার প্রধান দুটি সড়কের দুপাশে কতিপয় অসাধুরা অবৈধ দোকানপাট স্থাপন করে চাঁদাবাজি করে আসছিল বলে অভিযোগ পেয়েছি। তাই সড়কের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এসব দোকানপাটের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করেছি যা অব্যাহত থাকবে।
কিন্তু অভিযান শেষের পর বিকেলেই দেখা গেছে অবৈধ দোকানিরা তাদের দোকানপাট বসাতে শুরু করেছেন। এদের মধ্যে ডেমরা- যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওভারপাসের নিচে প্রথমে ফলের দোকানগুলো বসা শুরু করে। পরবর্তীতে ডেমরা- রামপুরা সড়কের পাশে সকল দোকানদার আবার পুনরায় বসে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, ডিএসসিসি কর্তৃপক্ষরা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করবেন বলে তাদের সার্বিক আইনি সহযোগিতায় পুলিশ নিয়োজিত করা হয়েছিল। তবে অবৈধ দোকানিরা অভিযানের পরপরই আবার বসে যায়। এক্ষেত্রে থানা পুলিশ বিগত দিনের মতো আবারও সড়কের পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করবে।
মন্তব্য করুন