নাটোরের গুরুদাসপুরে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে মিনি ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের মালামালসহ গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে কাছিকাটা এলাকায় চেকপোস্টে ডিউটি করাকালীন সময়ে ডাকাতির গোপন সংবাদে জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে দেখি, কাছিকাটা টোলপ্লাজায় পূর্বে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের ওপর একটি পিকআপ গাড়ি নিয়ে ডাকাতদল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের ধাওয়া করে ৮ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় আরও ৩ থেকে ৪ জন ডাকাত সদস্য পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলো, মুন্সীগঞ্জের শ্রীনগর থানার খোদাইবাড়ি গ্রামের মৃত আ. জলিল বেপারির ছেলে আমিনুল ইসলাম (৬৬), বরিশালের হিজলা থানার চর নরসিংহপুর গ্রামের আ. রহমান খানের ছেলে ট্রাকচালক ওলি উদ্দিন খান (৩২), ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার নবীনগর এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে ইমরান খাঁন (২৩), জয়পুরহাট সদর থানার মুজিবনগর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মোসলেম উদ্দিন (৪৩), গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল গাফ্ফার (৪২), জাইতরবালা গ্রামের মৃত আসকর আলী মন্ডলের ছেলে মজনু মিঞা (৩৪), শকুনা কেশবপুর গ্রামের মংলা চন্দ্রর ছেলে অমল কুমার (২৭) ও চকবালা গ্রামের আমিন হোসেনের ছেলে ইমরান হোসেন (১৮)।
গুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেন জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন