কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা, ছাত্রলীগের দুই নেতা কারাগারে

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা বিন্দু ও ঝিনুক।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা বিন্দু ও ঝিনুক।

কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ছাত্রলীগ নেতা বিন্দু ও ঝিনুককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়া‌রি) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর আমলি আদালত) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মজনু মিয়া এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়া‌রি ছাত্রলীগের ওই নেতাদের তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞসাবাদের আদেশ দেন আদালত। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করলে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

তদন্ত কর্মকর্তা চন্দন কুমার ঘোষ বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনায় জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদরের খলিলগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা সোহানকে মারধর করেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু ও তার অনুসারীরা। আহত সোহানকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সোহানের স্ত্রী বাদী হয়ে বিন্দু, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি ঝিনুকসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন। অপর আসামিরা হলেন- ছাত্রলীগ কর্মী রায়হান কবির স্বাধীন ও শহিদুল ইসলাম সৌরভ।

প্রধান আসামি বিন্দু ও ঝিনুককে ঘটনার দিন সন্ধ্যার পর গ্রেপ্তার করে পুলিশ। অপর দুই আসামি এখনো পলাতক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেবল নেতার পরিবর্তনের মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন সম্ভব না : চরমোনাই পীর

জামায়াতের ছলচাতুরি জনগণ বুঝে ফেলেছে : আমিনুল হক

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক চুক্তি সই

জাল সনদে বিসিএসে চাকরি, মামলা করবে দুদক

দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি

বিএনপিতে যোগ দিলেন চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক মানুষ

বার্সার ‘ভবিষ্যৎ’ কেড়ে নিল পিএসজি!

বাড়ির মালিক যখন ভাড়াটে হয়ে যায়

আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

১০

চুল পড়া কমাতে নিয়মিত খাবেন যে ৫ খাবার

১১

বিশ্বকাপ বয়কটের ডাক ফিফার সাবেক সভাপতির

১২

ফ্রিজে রাখা ভাত বারবার গরম করে খেলে কী হয়? যা বলছেন চিকিৎসকরা

১৩

ইতালিতে সন্ত্রাসবাদ মামলায় দণ্ডিত বাংলাদেশি যুবককে স্থায়ী বহিষ্কার 

১৪

জামায়াতের সঙ্গে জোট করায় এনসিপি নেতার পদত্যাগ 

১৫

জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের রেকর্ড

১৬

ইনসাফের বাংলাদেশ গড়তে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আছি : মঞ্জু

১৭

সিআরইউর সভাপতি লিটন সেক্রেটারি মামুন প্রচার সম্পাদক রকি

১৮

জাপান সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

১৯

ঢাকায় প্রথমবার নারী সমাবেশ করতে যাচ্ছে জামায়াত

২০
X