সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের হাত থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৫ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার খামারগাঁতী খাতি দক্ষিণপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে রতন আলী (৩৫), হায়দার আলী (৪০), বাহের আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৭), জাকারিয়া শেখ (২৫) ও মৃত জয়ানের ছেলে শহিদুল ইসলাম (৩৮)।
এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গ্রেপ্তারী পরোয়ানার আসামী আবুল বাশার ওরফে বকুল শেখকে (৪০) গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয় তার স্বজনেরা।
রায়গঞ্জ থানার ওসি মো. হারুন-অর রশিদ বলেন, আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় এএসআই জিয়াউর রহমান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে ওই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ছিনিয়ে নেওয়া আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের খামারগাঁতী গ্রামের আবুল বাশার ওরফে বকুল শেখ (৪০) প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন। এতে প্রথম স্ত্রী তার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হলে রায়গঞ্জ থানার এএসআই জিয়াউর রহমান একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয় তার স্বজনরা। এ সময় পুলিশের সঙ্গে আসামীর স্বজনদের হাতাহাতির ঘটনাও ঘটে।
মন্তব্য করুন