বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী। বর্তমানে ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়নগড় বাবুপাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তরুণীর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের প্রভাস কসাইয়ের ছেলে সুজনের (২৩) সঙ্গে একই কোম্পানিতে চাকরি সূত্রে পরিচয় তাদের। তখন থেকে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক । একপর্যায়ে অভিযোগ ওঠে, বিয়ের প্রলোভনে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করে সুজন।
এ ঘটনার পর বিয়ের দাবিতে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে অভিযুক্তের বাড়িতে অনশনে বসেন ওই তরুণী। রাতে একটি স্থানীয় সালিশ বসে। ওই সালিশে ছেলের বাবা যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। কিন্তু মেয়ের অসহায় পিতা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে চূড়ান্ত সিদ্ধান্ত না হয়েই সালিশ হয়। এরপর অভিযুক্তের পরিবার তরুণীকে তার বোনের বাসায় রেখে আসে।
এরপর শুক্রবার সকালে ওই তরুণী কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে সেটি বুঝতে পারে তরুণীর বোন। এরপরই দ্রুত নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে। তরুণী বর্তমানে সুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
পলাতক প্রেমিক সুজনকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে সুজনের বাসায় গেলে কাউকে পাওয়া যায়নি।
ওসি মোজাহারুল ইসলাম বলেন, এ বিষয়ে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। মেয়ের পরিবারের লোকজন যদি লিখিত অভিযোগ দেয় তাহলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন