টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তের ওপারে ফের গোলাগুলি, আতঙ্ক এপারে

কক্সবাজারের টেকনাফ সীমান্ত। ছবি : কালবেলা
কক্সবাজারের টেকনাফ সীমান্ত। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়ন সীমান্ত থেকে থেমে থেমে সারা রাত গোলাগুলির শব্দ ভেসে আসছে এপারে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টারশেল ও গোলাগুলির শব্দে এপারের মানুষদের মধ্যে অজানা আতঙ্ক ভর করেছে। এ অবস্থায় বিজিবি ও কোস্টগার্ডের টহল বৃদ্ধি করা হয়েছে।

শনিবার (২ মার্চ) রাত থেকে রোববার (৩ মার্চ) ভোর পর্যন্ত টেকনাফ সীমান্তের কয়েকটি পয়েন্টে ভারী মর্টারশেল ও গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন সীমান্তে বসবাসকারী বাসিন্দারা।

স্থানীয়রা জানান, টেকনাফের হ্নীলা সীমান্তের ওপারে মিয়ানমারের বলিবাজার ও নাগাকুরা পাড়া। এপার থেকে জনবসতিতে আগুন লাগার কালো ধোঁয়া দেখা যাচ্ছে। গত কয়েক দিনের অব্যাহত সংঘাতের প্রভাব পড়ছে এপারের হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন সীমান্তে। এতে সীমান্ত লাগোয়া চিংড়ি ঘের ও ক্ষেত-খামারে কাজে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় কৃষকরা।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘শনিবার সন্ধ্যার পর হ্নীলা ইউনিয়নের বিভিন্ন সীমান্তে গোলাগুলির শব্দ কিছুটা কম শোনা গেছে। কিন্তু মধ্যরাতের পর থেকে গোলাগুলির শব্দের পাশাপাশি একের পর এক ভেসে আসতে থাকে বিস্ফোরণের বিকট শব্দ। রোববার ভোরের পর তা আরও বেড়ে যায়। সকাল ৮টা পর্যন্ত অন্তত ৪০-৫০টি বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এতে সীমান্তের কাছাকাছি এলাকায় বসবাসকারীরা আতঙ্কে রয়েছেন।

শনিবারও মিয়ানমার অভ্যন্তরে আগুনের কালো ধোঁয়া উড়তে দেখা গেছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান শাহ জালাল বলেন, ‘মর্টারশেলের বিকট শব্দে এলাকায় কম্পন অনুভূত হচ্ছে। রাতের বেলায় ঘন ঘন কম্পনে শিশুদের ঘুম ভেঙে যাচ্ছে, অনেকে ভয়ে কান্নাকাটি করছে। হোয়াইক্যং ইউনিয়নের বিপরীতে নাফ নদের বুকে জেগে ওঠা তোতারদিয়া দুই সপ্তাহ আগে আরাকান আর্মি দখলে নেয়। এখন মিয়ানমারের সরকারি বাহিনী সেটি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘রাখাইনে নতুন করে গোলাগুলি ও মর্টারশেল নিক্ষেপের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত টেকনাফ সীমান্তে গুলি এসে পড়ার খবর পাওয়া যায়নি। সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড সর্তক রয়েছে।’

তবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়া সীমান্তের মানুষ চারদিন ধরে গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন না। তারপরও মিয়ানমারের রাখাইন পরিস্থিতি পর্যবেক্ষণ ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যদের তৎপর রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফের ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ পরশ

বছরজুড়ে গুগলে কী খুঁজল ভারতীয়রা

ইচ্ছা করেই ত্রুটিযুক্ত অ্যাকশন, পডকাস্টে চাঞ্চল্যকর দাবি সাকিবের

বোকাবাক্স থেকে বড় পর্দা, নিশোর জয়রথ ছুটছেই

৪২ বলের অর্ধেকই ডট, শিকার ৪ উইকেট—দুবাইয়ে মুস্তাফিজের দুর্দান্ত বোলিং

আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ফজলুর রহমান

বেগুন গাছে ভাইরাসের আক্রমণ, ফলন নিয়ে শঙ্কা 

বাবরি মসজিদ নির্মাণ / হুমায়ুনের বাড়িতেই মিলল ৯৩ লাখ ও ১১ ট্রাংকভর্তি টাকা

বার্সা ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রাফিনিয়া

আজ ফের ব্লকেড কর্মসূচিতে নামছেন ৭ কলেজের শিক্ষার্থীরা

১০

ফেসবুকে কমেন্টস করা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

১১

বয়সের পার্থক্যের প্রেম কি সত্যিই এত সমালোচনার যোগ্য

১২

‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় নিয়ে যা বললেন শাহরুখ

১৩

ট্রাইব্যুনালে হাজির বিএনপি নেতা ফজলুর রহমান

১৪

আধুনিক ঢেঁকিতে ঐতিহ্যের ছোঁয়া

১৫

ফুটসাল বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন ব্রাজিল

১৬

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

পুলিশকে ছুরি মেরে পালাল আসামি

১৮

নিজ ঘরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীসহ আটক ২

১৯

পাকিস্তানের হামলায় ২৩ আফগান তালেবান সেনা নিহত

২০
X