বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
শিবগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোটগ্রহণ

শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে একটি কেন্দ্রে ভোটারদের লাইন। ছবি : কালবেলা
শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে একটি কেন্দ্রে ভোটারদের লাইন। ছবি : কালবেলা

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এদিকে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও ভোটাররা ইভিএমে ভোট দিতে পেরে খুশি। তবে নারী ভোটারদের কারও কারও আঙুলের ছাপ স্পষ্ট না উঠায় ভোট দিতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছেন।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের প্রক্রিয়া ছিল ধীর।

দুপুর ১২টার দিকে আঁচলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, তীব্র রোদের মধ্যে নারী ও পুরুষের দীর্ঘ সারি। বেশ ধীরগতিতে ভোটগ্রহণ হওয়ায় দীর্ঘ সময় ধরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন।

রফিকুল ইসলাম নামের একজন ভোটার সকাল সাড়ে ৮টার দিকে ভোট দিতে ওই কেন্দ্রে আসেন। তিনি বলেন, ‘খুব আস্তে আস্তে ভোটার টানে। একটি ভোট দিতে ৭ থেকে ১০ মিনিট সময় লাগছে। তিন ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। কিন্তু ভোট দিতে পারছি না।’

বগুড়ার জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, সকাল ৮টা থেকে ১১টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১০টার মধ্যে প্রায় ২০ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।

তিনি আরও বলেন, পৌরসভার ১১টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ, র‌্যাব আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

উপনির্বাচনে মেয়র পদে লড়ছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুবারের সাবেক মেয়র তৌহিদুর রহমান মানিক (নারিকেল গাছ প্রতীক) ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুর রহমান রাজু (হ্যাঙ্গার প্রতীক)। এ ছাড়া ওষুধ ব্যবসায়ী হামদান মণ্ডল (জগ) ও আব্দুল খালেক (মোবাইল ফোন) মাঠে রয়েছেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) স্নিগ্ধ আখতার জানান, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত ছিলেন।

প্রার্থী তৌহিদুর রহমান মানিক ও রিজ্জাকুল রহমান রাজু উভয়েই নির্বাচনের পরিবেশ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ বলে অভিমত প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

শিয়াল জবাই করে মাংস বিক্রি করছিলেন যুবক, অতঃপর...

আ.লীগে যোগ না দিলে সাকিব বিপদে পড়ত না : মেজর হাফিজ

যে কারণে বাংলাদেশ বিমানের দুই কেবিন ক্রু অপসারিত

টানা ৫ দিন যেসব জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে

রাশিয়ার সমর্থন পাবে আফগানিস্তান, নিশানায় কে?

ঢাবিতে ফ্রেন্ডশিপ একাডেমির বিশেষ কোর্স চালু

রেজিস্ট্রারের দায়িত্বে উপাচার্য, ফ্যাসিস্ট চিহ্নিত করতে কমিটি গঠন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে : মুরাদ

যারা সরকারকে দীর্ঘায়িত করতে চায় তারা গণতন্ত্রের বন্ধু না : মঈন খান

১০

এনবিআর পৃথকীকরণের খসড়া অধ্যাদেশ বাতিল চান আয়কর কর্মকর্তারা

১১

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, লাইভে চালানো হয় জুয়া

১২

ঐক্য বিনষ্ট হলে গণঅভ্যুত্থানের স্বপ্ন চূর্ণ হবে : স্বপন

১৩

যারা নির্বাচন পেছাতে চায় তারা ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে : সালাম

১৪

রিমার্কের ভূয়সী প্রশংসা শিল্প সচিবের

১৫

ক্ষমা চেয়ে দল ছাড়লেন আ.লীগ নেতা

১৬

সংস্কারের নামে নির্বাচন বন্ধ রাখার অর্থই হয় না : টুকু

১৭

আরচারি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

১৮

আওয়ামী দোসরদের নিয়ে এনসিপি সাজানো হচ্ছে : আমিনুল হক

১৯

পুরানা পল্টনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

২০
X