সোমালিয়ায় বাংলাদেশি জাহাজ অপহরণের ঘটনায় জাহাজে থাকা ২৩ বাংলাদেশির মধ্যে ফেনীর ছেলে ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লবও রয়েছেন।
তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের আবুল হোসাইনের ছেলে। তিনি ওই জাহাজে ইলেকট্রিশিয়ান পদে কর্মরত আছেন।
তার স্ত্রী উম্মে সালমা সোনিয়া বলেন, আফ্রিকার মোজাম্বিক থেকে মালয়েশিয়া যাবার পথে জলদস্যুরা জাহাজটি অপহরণ করে। এ সময় তার স্বামীও ওই জাহাজে ডিউটিতে ছিলেন।
তিনি বলেন, মঙ্গলবার (১২ মার্চ) রাত ১০টায় তার সাথে সর্বশেষ কথা হয়েছে। তাদের জিম্মি করে আটকে রেখে মোবাইল জব্দ করে জলদস্যুরা। তিনি তার স্বামীকে সুস্থ শরীরে ফিরে পেতে চান।
বড় ছেলে রেদোয়ান বিন ইব্রাহীম জানান, তার সাথে মঙ্গলবার রাতে কথা হয়েছে। দুষ্টামি না করে মায়ের কথামতো চলতে বলেছে। বাড়িতে আসার সময় তার জন্য কিছু জিনিস নিয়ে আসবে বলেছে।
স্ত্রীর খালাতো ভাই নজরুল ইসলাম জানান, মেরিন সোসাইটি, বাংলাদেশ সরকার ও জাহাজ কর্তৃপক্ষের যৌথ তৎপরতায় জাহাজটিকে ফিরিয়ে আনার প্রত্যাশা করছি।
বিপ্লবের শ্বশুর ইব্রাহীম খলিল জানান, বাংলাদেশ সরকার ও জাহাজ কোম্পানি মালিক যৌথ উদ্যোগে মেয়ের জামাইকে যেন ফিরিয়ে আনেন সে দাবি করেন।
মন্তব্য করুন