পঞ্চগড়ের দেবীগঞ্জে জুয়ার আসর থেকে ইউনিয়ন কৃষক লীগের সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন- দন্ডপাল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও মৌমারি হাকিমপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরুল (৬০), একই এলাকার শ্রী সুদূর চন্দ্র রায় (৬৫), মৌমারি প্রধানাবাদ এলাকার মো. আব্দুল হাই (৫৮)। অভিযানে তাসসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘উপপরিদর্শক মো. সোহেল রানার নেতৃত্বে উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারিতে এ বিশেষ অভিযান করা হয়।’
তিনি আরও বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’
মন্তব্য করুন