জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল বলেছেন, ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ছিল স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত নির্দেশনা। ২৬ মার্চ ছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতা।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তিনি যদি আপোষহীন না থাকতেন তবে আমাদের ভাগ্য রোহিঙ্গাদের চেয়েও আরও ভয়াবহ হতো। বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।
মঙ্গলবার (২৬ মার্চ) কক্সবাজার শহরের ঝাউতলাস্থ জনস্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে হুইপ সাইমুম সরওয়ার কমল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক স্বনির্ভর, ক্ষুধা, দারিদ্র্য মুক্ত একটি স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।
এ সময় জাতির পিতার জীবনাদর্শে উজ্জ্বীবিত হয়ে সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালনে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও স্বাধীনতা সংগ্রামের ওপর প্রকাশিত আলোকচিত্র ও বইপত্র সন্নিবেশিত করা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জনাব মো. মোস্তাফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধু একটি চেতনার নাম, একটি দেশপ্রেমের নাম, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের নাম। তাই জাতির পিতার স্মৃতিকে কর্মক্ষেত্রে যথাযোগ্য মর্যাদায় লালন ও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর অনুপ্রেরণা সব কর্মচারীর মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় ডিপিএইচই, কক্সবাজারের সকল কর্মকর্তা-কর্মচারী ও ডিপিএইচই, কক্সবাজারের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন