ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

প্রকৃতি থেকে বিলুপ্তির পথে স্বর্ণলতা

নানা উপকারী ও ঔষধিগুণসমৃদ্ধ ভেষজ পরজীবী স্বর্ণলতা। ছবি : কালবেলা
নানা উপকারী ও ঔষধিগুণসমৃদ্ধ ভেষজ পরজীবী স্বর্ণলতা। ছবি : কালবেলা

আমাদের গ্রামীণ প্রকৃতিতে রয়েছে বিভিন্ন ধরনের গাছ, উদ্ভিদ ও লতাপাতা। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এসব প্রাকৃতিক সম্পদ আমাদের বিভিন্ন ধরনের চিকিৎসায় ওষুধ হিসেবে প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এদের মধ্যে অন্যতম উপকারী ও ঔষধিগুণসমৃদ্ধ ভেষজ পরজীবী স্বর্ণলতা।

গ্রামীণ প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে পড়ছে নানা ঔষধি গুণে ভরা উপকারী এ স্বর্ণলতা। একসময় ভেষজ ঔষধ হিসেবে লতাটি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার অঞ্চলে মানুষের নানা রোগে ব্যবহার করা হলেও এখন তা খুব একটা দেখা যায় না।

বন-জঙ্গল ও ঝোঁপঝাড় কমে যাওয়ায় আর এলোপ্যাথি চিকিৎসা মানুষের দোরগোড়ায় পৌঁছার কারণেই উপকারী এই লতাটি বিলুপ্ত হয়ে পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

জানা গেছে, স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ। এটি পাতাবিহীন সোনালি বর্ণের এক ধরনের নরম সরু লতা। লতাটিই এর শরীর, মূল ও কাণ্ড। এটি একবর্ষজীবী ঔষধি উদ্ভিদ। ছোট-বড় গাছ ও ঝোঁপঝাড়ে জড়িয়ে থাকে।

স্বর্ণলতার হস্টেরিয়া নামক চোষক অঙ্গ থাকে, যার মাধ্যমে লতাটি পোষক উদ্ভিদ থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে বেঁচে থাকে। কয়েকটি প্রজাতি রয়েছে এ উদ্ভিদের। খুব কম সময়েই বেড়ে উঠতে সক্ষম। ফুল থেকে এক ধরনের ফল জন্মে, ফলের বীজ থেকে এরা বংশবৃদ্ধি করে থাকে। এটি প্রাচীনকাল থেকেই মানুষের নানা রোগে ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, স্বর্ণলতায় রয়েছে বিস্ময়কর ঔষধি গুণ। আদিকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় স্বর্ণলতা ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। এটিকে কফনাশক, কৃমিনাশক, খোসপাঁচড়া নিবারণকারী, রক্তদুষ্টিনাশক, পিত্তনাশক ও বায়ুনাশক হিসেবে গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া চুলকানি, রক্তচাপ, হাড়ের চিকিৎসা, ডায়াবেটিস, জন্ডিস, যকৃতের রোগ, শ্বাসকষ্ট ও ক্যান্সার ইত্যাদি জটিল রোগ নিয়ন্ত্রণ ও নিরাময়েও এর ব্যবহারের উল্লেখ রয়েছে। এটি মানবদেহে এন্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।

স্বর্ণলতা সেদ্ধ করে পানি নিয়মানুযায়ী সেবন করলে মুখের অরুচি ভাব কেটে যায়। শরীরের ক্ষত সারাতে ক্ষতস্থানে স্বর্ণলতা পিষে প্রলেপ দিলে ক্ষতস্থান দ্রুত সেরে যায়। এটি পেটের ব্যথা উপশমে দারুণ কার্যকর, এটি জন্মনিয়ন্ত্রণ এবং অ্যানথেলমিন্টিক হিসেবে কাজ করে।

মুখের ঘা সারাতে এই লতা সেদ্ধ করা জল দিয়ে কুলকুচি করলে মুখের ঘা অল্প সময়েই সেরে যায়। এই লতার নির্যাস পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য সারাতে অত্যন্ত উপকারী। মানবদেহের ক্ষতস্থানের ব্যাকটেরিয়া দমনে তুলনা নেই এই লতার।

স্থানীয় প্রবীণ বাসিন্দা প্রাক্তন স্কুলশিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, একসময় দেখেছি আমাদের মা-চাচিরা এই লতাটিকে নানা রোগে ঔষধ হিসেবে ব্যবহার করত। শুধু ঔষধই নয়, বিছানায় ছারপোকা হলে এই লতা এনে বিছানার নিচে বিছিয়ে দিত, এতে ছারপোকা পালিয়ে যেত।

তিনি বলেন, এই সময়ে এসে আধুনিক চিকিৎসা আর নতুন প্রজন্মের অনাগ্রহের কারণে স্বর্ণলতার মতো মূল্যবান আরও অনেক ঔষধি উদ্ভিদ ও গাছ পরিবেশে থেকে বিলুপ্ত হয়ে পড়ছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) সোহেল রানা কালবেলাকে বলেন, আমাদের চারপাশের প্রকৃতিতে অযত্নে থাকা গাছগাছালির যে কতো ঔষধি গুণ রয়েছে তা আমরা অনেকেই জানি না। শুধু ঔষধি গুণই নয়, এসব গাছগাছালি আমাদের পরিবেশের ভারসাম্যও রক্ষা করে থাকে। এসব গাছগাছালি আমাদের জন্য অনেক উপকারী। এগুলোর মধ্যে অন্যতম একটি এই স্বর্ণলতা।

তিনি বলেন, স্বর্ণলতা একটি পরজীবী ভেষজ উদ্ভিদ। এটির অসামান্য ঔষধি গুণ রয়েছে। অথচ অতিমূল্যবান ভেষজ এই উদ্ভিদটি আধুনিক সময়ে এসে খুব একটা দেখা যায় না। সৃষ্টির সব ধরনের গাছ, উদ্ভিদ ও লতা আমাদের কল্যাণের জন্যই টিকিয়ে রাখা জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেটে বাচ্চাসহ গরু জবাই, ৫০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১৮

‘সব দোষ পাকিস্তানিদের’

দেড় কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ যুবক গ্রেপ্তার

ভারতের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

ট্রাম্পের কথায় ‘ভারত-পাকিস্তান উভয়ই খুশি’

পাবনায় বিএনপি-জামায়াত দফায় দফায় সংঘর্ষে আহত ৩০

মানবাকৃতিতে জে-১০সি বানিয়ে পাকিস্তানের বাহিনীকে শ্রদ্ধা

পাক-ভারত যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত, এরপর?

‘সুপার পাওয়ার’ ভারতের অহংকার চূর্ণ করেছে পাকিস্তান

১০

ভারত যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা নাও করতে পারে : বিলাওয়াল

১১

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

১৬ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

তথ্য উপদেষ্টার ওপর হামলা : সিইউজে ও চট্টগ্রাম প্রেসক্লাব নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

১৪

১৬ মে : আজকের নামাজের সময়সূচি

১৫

সহজ জয়ে লা লিগা শিরোপা নিশ্চিত বার্সার

১৬

স্বাস্থ্য পরামর্শ / ডায়াবেটিসজনিত পায়ের ক্ষত ও পিআরপি চিকিৎসা

১৭

শ্রমিকদল নেতা হত্যায় গ্রেপ্তার আরেক শ্রমিক দল নেতা

১৮

বিএনপির এক নিভৃত নেতৃত্ব আতিকুর রহমান রুমন

১৯

১৪ মে-কে জবির ‘কালো দিবস’ ঘোষণা, নতুন কর্মসূচি গণ-অনশন

২০
X