মোতাহের হোসেন ইমরান, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে ১৫-১৮ ঘণ্টা লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সোনাগাজী জোনাল অফিস। ছবি : কালবেলা
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সোনাগাজী জোনাল অফিস। ছবি : কালবেলা

ফেনীর সোনাগাজীতে নজিরবিহীন লোডশেডিং চলছে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে। গত এক সপ্তাহ সোনাগাজীর অধিকাংশ এলাকায় দৈনিক ৬ ঘণ্টাও ঠিকমত বিদ্যুৎ সরবরাহ হয়নি। সর্বত্র যখন দাবদাহে মানুষ হাঁপিয়ে উঠছে ঠিক তখনই এই লোডশেডিং। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। সকাল, দুপুর কিংবা রাতে দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা। রোদ ও ভ্যাপসা গরমে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে অনেকে বিরক্তি প্রকাশ করে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট। বিদ্যুৎ সেবা প্রদানের জন্য অভিযোগ নম্বরে ফোন করা হলেও কোনো সাড়া মিলছে না বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষের। এক সময় শুধু সন্ধ্যার সময় লোডশেডিং হলেও সম্প্রতি দিনে ও রাতে চলছে লোডশেডিং। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রাহকরা। তা ছাড়া বিদ্যুৎ ব্যবহার না করেও মিনিমাম চার্জ দিতে হচ্ছে গ্রাহকদের। বিদ্যুতের অভাবে এইচএসসি পরিক্ষার্থীদের লেখাপড়ার বিঘ্ন ঘটছে। লম্বা সময় লোডশেডিং থাকায় ফ্রিজে থাকা দ্রব্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।

সোনাগাজী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল আলম বলেন, সোনাগাজী উপজেলায় ভয়াবহ লোডশেডিং চলছে। গত এক সপ্তাহ ধরে একটানা লোডশেডিং চলছেই, বিদ্যুৎ গেলে আসার খবর নেই।

সাহেবের হাটস্থ ড্রীম এগ্রো ফিডস-এর চেয়ারম্যান মহি উদ্দিন আহমেদ জানান, সকাল, দুপুর কিংবা রাতে দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে উৎপাদনমুখী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে।

মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আনোয়ার হোসেন হেলাল জানান, গত বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ১৮ ঘণ্টা লোডশেডিং ছিল আমাদের এলাকায়।

সোনাগাজী বাজারের মুসল্লিরা জানান, বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় মসজিদের নামাজ আদায়ের সময় প্রচণ্ড গরমে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিশেষ করে তারাবিহ নামাজের সময় অবস্থা বেশি খারাপ। ইফতার-সেহরিতে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকেনা।

এ বিষয়ে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি সোনাগাজী জোনাল অফিসের ডিজিএম বলায় মিত্র বলেন, গরম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ এর চাহিদা বেড়ে গেছে। বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব আমাদের, কিন্তু আমরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পেলে গ্রাহকদের সরবরাহ করব কিভাবে। আমাদের চাহিদা বেশি কিন্তু বরাদ্দ কম। এ জন্য এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বর্তমানে প্রতিদিন সোনাগাজী উপজেলায় বিদ্যুতের চাহিদা পিক আওয়ারে ১৬-১৭মেগাওয়াট, অফ-পিক আওয়ারে ১১-১২মেগাওয়াট। জাতীয় গ্রিড থেকে আমরা পাচ্ছি ৩-৫ মেগাওয়াট, তাই বাধ্য হয়েই লোডশেডিং দিতে হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, বিদ্যুৎ বিভাগের সাথে লোডশেডিং নিয়ে কথা বলেছি। বিদ্যূৎ বিভাগ জানিয়েছে চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় লোডশেডিং হচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলব।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, ঘন ঘন লোডশেডিং নিয়ে আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। এটা শুধু সোনাগাজী না সারাদেশেই এ রকম হচ্ছে। এ সমস্যা বেশি দিন থাকবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X