স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও হাটিকুমরুল-নগরবাড়িসহ উত্তরের মহাসড়কে ক্রমেই বাড়ছে গাড়ি। তবে এখন পর্যন্ত তেমন কোনো চাপ লক্ষ্য করা যায়নি।
উত্তরের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, যানজটের পরিস্থিতি দেখলেই মহাসড়ক ড্রোন ক্যামেরায় মনিটরিং করা হবে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৮ হাজারেরও বেশি গাড়ি চলাচল করেছে।
শনিবার (৬ এপ্রিল) সকাল থেকেই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা যাত্রীবাহী পরিবহনের সংখ্যা বাড়তে থাকে। দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কড্ডার মোড় ও নলকা এলাকায় গিয়ে দেখা যায়, যানবাহনের সংখ্যা বাড়লেও গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ঈদ উপলক্ষে কর্মজীবী মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। এ কারণে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে গাড়ির সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত কোথাও কোনো গাড়ি থেমে থাকেনি। পূর্ণ গতিতে গাড়ি চলছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল কালবেলাকে বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। পুরো জেলায় ৭০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া তদারকির জন্য সিনিয়র কর্মকর্তারও মহাসড়কেই অবস্থান করবেন।
তিনি বলেন, রোববার (৭ মার্চ) থেকে ঝাঐল ওভারব্রিজ ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ২৪ ঘণ্টা মনিটরিং করবে ড্রোন ক্যামেরা। প্রয়োজনে ক্যামেরা যে কোনো স্থানে মুভ করা হবে। ক্যামেরা যাতে রাতেও কাজ করে তার জন্য নাইট ভিশন ড্রোন ক্যামেরা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন