ফেনীর ছাগলনাইয়ায় ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় ছয়জন নিহতের ঘটনায় ক্রসিংয়ের দায়িত্বে থাকা রেলের গেটম্যান মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৭ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ের বামনসুন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার উত্তর সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি ছাগলনাইয়ার ফাজিলপুর-মুহুরীগঞ্জ লেভেল ক্রসিংয়ের দায়িত্বে ছিলেন।
ফেনীর র্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনাস্থলের লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান মো. সাইফুল ইসলাম এবং মো. রাশেদকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছি।
এর আগে শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন বালুমহাল এলাকায় চট্টগ্রামগামী মেইল ট্রেন বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি অন্তত ১০০ মিটার সামনে গিয়ে পড়ে। দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।
মন্তব্য করুন