প্রেমিকার ওপর অভিমান করে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ফাহিম ফয়সাল নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
রোববার (১৬ জুলাই) গভীর রাতে সদর উপজেলার বারঘরিয়ার একটি ছাত্রাবাস থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে পুলিশ।
ফাহিম নাটোর জেলার বড়ইগ্রাম উপজেলার আবদুর রাজ্জাকের ছেলে এবং চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী। মৃত্যুর আগে ফেসবুক আইডিতে আবেগঘন স্ট্যাটাসে লিখেছেন, ‘প্রেমিকা জনৈক মৃত্তিকা তার সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছে, এই ভাঙা মন নিয়ে আর বাঁচতে চাই না।’ এই ঘটনায় সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বের করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন