সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে অংশ নেওয়ায় বিএনপির তিন নেতাকে শোকজ করা হয়েছে। শুক্রবার (১০ মে) রাতে তাদের শোকজ করা হয়।
শোকজের নোটিশে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সই রয়েছে। দলীয় প্যাডে লেখা নোটিশটি নুরুল ফেসবুকে পোস্ট করেন।
এই তিন নেতা হলেন- উপজেলা বিএনপির (স্থগিত কমিটি) সহসভাপতি ও উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল মিয়া ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন।
নোটিশে বলা হয়, দলীয় নির্দেশনা অমান্য করে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন ওই তিন নেতা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন তাদের দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার জবাব নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
আগামী ২১ মে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচনে বিএনপি ভোট বর্জন করলেও এই তিন নেতা চেয়ারম্যান পদপ্রার্থীদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন।
তাদের মধ্যে আলী হায়দার চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোাসেন খানের পক্ষে কাজ করছেন। বাদল মিয়া তার বেয়াই চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক বিএনপি নেতা ও বর্তমান আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিনের নির্বাচনী কাজে অংশ নিচ্ছেন। রুহুল আমিন তার আপন ভাই চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আবু কাশেমের পক্ষে কাজ করছেন।
মন্তব্য করুন