কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

৮ শিক্ষকের ৫ শিক্ষার্থীই ফেল

নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা
নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় পাস করেনি কোনো শিক্ষার্থী। ৮ জন শিক্ষকের এ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় মাত্র পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু তারা সবাই অকৃতকার্য হয়েছেন।

রবিবার (১২ মে) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলে ওই বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস না করায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে উপজেলাজুড়ে। এ ছাড়া শিক্ষার্থীদের অভিভাবকরা পড়েছেন হতাশায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০২ সালে প্রতিষ্ঠার পর ২০১০ সালে জুনিয়র পর্যায়ের (অষ্টম শ্রেণি) পর্যন্ত এমপিওভুক্ত হয় বিদ্যালয়টি। এরপর ২০১২ সালের পর থেকে নবম ও দশম শ্রেণির পাঠদান পরীক্ষামূলকভাবে চালু করে। গত বছরে এসএসসি পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৫ জন পাস করে।

এ বছর মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাঁচজনই ফেল করেছে। বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ২০৬ জন শিক্ষার্থীর বিপরীতে প্রধান শিক্ষকসহ শিক্ষক আছেন ৮ জন।

স্থানীয়রা জানান, বিদ্যালয়টিতে শিক্ষকরা শিক্ষার্থীদের ক্লাসে কোনো পাঠদানই করান না। আড্ডাবাজী এবং ক্লাসে অনুপস্থিত থাকা তাদের প্রধান কাজ। সংশ্লিষ্ট কতৃর্পক্ষ ওই সমস্ত স্কুলের শিক্ষকদের পাঠদানের বিষয়টি কঠিন এবং কঠোরভাবে মনিটরিং করলে শিক্ষার্থীদের আজ এ অবস্থা হতো না। ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী ফেল করার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওহাব বলেন, শিক্ষার্থীদের বাল্যবিবাহ এবং করোনার কারণে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরিয়ে আনতে বেগ পেতে হচ্ছে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে যাতে এমনটা না হয় সেই জন্য আমরা সচেতন থাকব।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম কালবেলাকে বলেন, শতভাগ ফেলের বিষয়ে হতবাক হয়েছি। এসব স্কুলের বেতন বন্ধ হওয়া দরকার। প্রধান শিক্ষকরা নিজেদের মতো করে প্রতিষ্ঠান চালায়। করোনা কাল শেষ হওয়ার সাড়ে ৩ বছর পরেও এসে করোনার দোহাই দেওয়াটা অযৌক্তিক। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১০

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১১

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১২

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

১৩

স্বাধীনতাবিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত : আমিনুল হক

১৪

ঢাকায় উদযাপিত হলো রাশিয়ান পতাকা দিবস

১৫

একাদশে ভর্তিতে কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮ কলেজ

১৬

৫০ হাজারে শ্লীলতাহানির রফাদফা করলেন সভাপতি-প্রধান শিক্ষক

১৭

কে বেশি টাকা দেয়, ফেসবুক নাকি ইউটিউব

১৮

অর্ধ বিলিয়ন জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প

১৯

মিথ্যা প্রচারণার বিরুদ্ধে থানায় জিডি মহানগর বিএনপি নেতা কফিল উদ্দিনের

২০
X