তন্ময় উদ্দৌলা, ফরিদপুর
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৬:২৮ এএম
অনলাইন সংস্করণ

কারেন্ট জালে ধরা পড়া দুই শুশুককে পিটিয়ে মারল জেলেরা

কারেন্ট জালে ধরা পড়া শুশুক। ছবি : কালবেলা
কারেন্ট জালে ধরা পড়া শুশুক। ছবি : কালবেলা

শুশুক ডলফিন প্রজাতির প্রাচীনতম জলজ স্তন্যপায়ী প্রাণী। নদীতে শুশুকের মতো উপকারী প্রাণী আর একটিও নেই। একটি জলাশয়ে শুশুক থাকা মানে ওই জলাশয়ে পর্যাপ্ত মাছ আছে, পানির গুণাগুণ আর জলীয় অবস্থা ভালো। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির ডলফিন পাওয়া যায়। এরা বাংলাদেশের একমাত্র মিঠাপানির ডলফিন। শিশু বা শিশু মাছ নামেও এরা পরিচিত। তবে আসলে এরা মাছ নয়। বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা ও তার শাখা নদীতে এই মিঠা পানির ডলফিন প্রজাতির শুশুক দেখা যায়।

এবার এই শুশুক ধরা পড়ল ফরিদপুরের আলফাডাঙ্গার মধুমতি নদীতে। জেলেদের কারেন্ট জালে ধরা পড়া শুশুক দুটি দেখতে স্থানীয়রা ভিড় জমায়। কিন্তু শুশুক দুটিকে পিটিয়ে হত্যা করে জেলেরা ট্রলারে করে নিয়ে যায় বলে জানা গেছে।

সোমবার (১৩ মে) দুপুরের দিকে আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চরনারানদিয়া ঘাট এলাকায় জেলেদের নৌকায় শুশুক দুটিকে মৃত অবস্থায় দেখা যায়।

স্থানীয় সূত্রে যানা যায়, দক্ষিণ চরনারানদিয়া এলাকার আনোয়ার শিকদারের ছেলে তরিকুল শিকদার নামে একজন জেলের জালে ধরা পড়ে শুশুক দুটি। পরবর্তীতে তারিকুলসহ অন্যান্য জেলেরা শুশুক দুটিকে পিটিয়ে হত্যা করে বাড়িতে নিয়ে যায়।

আলী হাসান নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা কয়েকজন মিলে মধুমতী নদীর চরনারানদিয়া ঘাটে গোসল করতে গিয়ে দুই থেকে আড়াই মণের একটি বড় শুশুক এবং ২৫/৩০ কেজি ওজনের একটি বাচ্চা শুশুক দেখতে পাই। অনেক মানুষও ভিড় জমায় জেলেদের জালে ধরা পড়া শুশুক দুটি এক নজর দেখার জন্য। পরে শুশুক দুটি জেলেরা ট্রলারে করে কোথায় নিয়ে গেছে তা জানি না।।

এ ব্যাপারে উপজেলা পাচুড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য বকুল শিকদার বলেন, স্থানীয় জেলেদের জালে দুটি শুশুক ধরা পড়ছে বলে জানতে পেরেছি। দক্ষিণ চরনারানদিয়া গ্রামের তরিকুল শিকদার একটি মরা শুশুক নিয়ে এসেছে, সে নাকি এটা কেটেকুটে জ্বাল দিয়ে তেল বানাবে বলে জানতে পেরেছি।

এ ব্যাপারে আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) এস এম লুৎফর রহমান বলেন, বিষয়টি শুনেছি। শুশুক অত্যন্ত উপকারী ও নিরীহ একটি প্রাণী। জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এরা দেখতে ধূসর-বাদামি রঙের। এদের প্রধান খাদ্য মাছ। শুশুক এমন সব প্রজাতির মাছ খায়, যেগুলো অন্যান্য মাছের বংশবৃদ্ধির জন্য ক্ষতিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ

জনগণই হবে ভোটের পাহারাদার : তারেক রহমান

মির্জা ফখরুলের জন্মদিন আজ

সাড়ে তিনশ মানুষ নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি

বাস–অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

ইথিওপিয়ায় এক প্রকল্পেই ১১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী 

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

১১

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১২

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

১৩

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

১৪

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

১৫

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

১৭

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৮

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

১৯

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

২০
X