আবুল কাশেমের জন্ম তারিখ ১৯৭১ সালের ১ জানুয়ারি। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল সাতপাড়া গ্রামে। আবুল কাশেম সেজে তার ভোট দিতে কেন্দ্রে এলেন ১৭ বছর বয়সী কামরুল হাসান নামে এক কিশোর। পরে তাকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (২১ মে) পৌনে ১১টায় কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল সাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে কিশোরকে আটক করা হয়।
কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কামরুল হাসান শিমরাইল সাতপাড়া গ্রামের জলিল মিয়ার ছেলে। সে একই গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ভোটার স্লিপ হাতে নিয়ে পৌনে ১১টার দিকে ভোটার লাইনে দাঁড়ায়। এরপর আমাদের সন্দেহ হলে যাচাইবাছাই করার পর বিষয়টি ধরা পড়ে।
কামরুল হাসানের হাতে থাকা ভোটার স্লিপে দেখা গেছে, ভোটার স্লিপে আবুল কাশেমের নাম লেখা। পিতার নাম চাঁন মিয়া এবং মাতার নাম আফিয়া খাতুন। জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৭১।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, কিশোর কামরুল হাসান ভোটার স্লিপ নিয়ে কেন্দ্রের ভেতরে আসার পর প্রথমে একজন আনসার সদস্যের সন্দেহ হয়। পরে পুলিশের মাধ্যমে তাকে আটক করা হয়।
মন্তব্য করুন