নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেল ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার (১০ জুন) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন হুমায়ুন কবির (৫৪) ও রুবেল (৩৮)।
গত ৩ জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নোঙর করা তেলবাহী জাহাজের ট্যাঙ্কারে বিস্ফোরণে আটজন দগ্ধ হন। রাত দেড়টার দিকে রূপগঞ্জ উপজেলার গাজী সেতুর পাশে দড়িকান্দি ডকইয়ার্ডের জেটিতে নোঙর করা ‘ওটি সাংহাই-৮’ নামে তেলবাহী ট্যাঙ্কারটিতে এই বিস্ফোরণ ঘটে। তেল খালাস করার পর খালি জাহাজটি নোঙর করা ছিল; কিন্তু ট্যাঙ্কারের ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফেরণ ঘটে।
মন্তব্য করুন