ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতার পক্ষে সরাসরি নির্বাচনে অংশ নিয়ে বক্তব্য রেখে ভোট প্রার্থনা করায় এক শ্রমিকদল নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়া শ্রমিকদল নেতার নাম আবু বক্কর সিদ্দিক। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি।
বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি আনোয়ার জাহিদ মাখন।
বুধবার (২২ মে) সন্ধ্যায় জাতীয়তাবাদী শ্রমিকদল জামালপুর জেলা শাখার সভাপতি শেখ মো. আব্দুল সোবহান ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক স্বাক্ষরিত আদেশে ওই তাকে বহিষ্কার করা হয়।
জামালপুর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক বলেন, আমাদের দল বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করেছে। আবু বক্কর সিদ্দিক দলের নির্দেশনা অমান্য করে একজন চেয়ারম্যান প্রার্থীর শোডাউনে অংশগ্রহণ করে ও বক্তব্যও রেখেছে যা দলের শৃঙ্খলা পরিপন্থি। বিষয়টি নিয়ে আমরা শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে আলাপ করে তাকে বহিষ্কার করা হয়েছে। এই ধরনের ঘটনা কেউ ঘটালে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে।
বহিষ্কৃত শ্রমিকদল নেতা আবু বক্কর সিদ্দিকের মুঠোফোনে কল দিলেও সেটি রিসিভ হয়নি।
মন্তব্য করুন