কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার ও ইত্যাদি রেস্টুরেন্ট নামের দুই প্রতিষ্ঠান মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারের কারখানা বন্ধ করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ মে) উপজেলার সদর বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স.ম আজহারুল ইসলাম। অভিযানে উপজেলা স্যানিটারি পরিদর্শক পারভীন সুলতানা ও থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও স.ম আজহারুল ইসলাম কালবেলাকে বলেন, উপজেলার সদর বাজারে অভিযানে একটি মিষ্টির ফ্যাক্টরি ও একটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করতে দেখা যায়। এ ছাড়াও নানা অনিয়মের অভিযোগে ওই দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে। যে কোনো পণ্য ক্রয় করতে ক্রেতাদেরকেও সচেতন হতে হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন