ভারতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচার, হত্যার পরিকল্পনাকারীকে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একের পর এক কর্মসূচি পালন করে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (২৫ মে) বেলা ১১টার দিকে সংসদ সদস্যের বাড়ির সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা বলেন, আমাদের এমপিকে হত্যার জন্য দীর্ঘদিন ধরেই ঘাতকেরা পরিকল্পনা করেছে। এমপিকে হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করা হয়েছে।
প্রশাসনের উদ্দেশ্যে নেতাকর্মীরা বলেন, আপনারা যদি মরদেহ ফিরিয়ে আনতে না পারেন তাহলে অন্তত এমপির রক্তমাখা জামাকাপড়গুলো ফেরত এনে দেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ঠাণ্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমসহ শতাধিক নেতাকর্মী।
মন্তব্য করুন