কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১০:১৭ এএম
আপডেট : ২৭ মে ২০২৪, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

খুলনার কয়রা অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে বর্তমানে খুলনার নিকট কয়রায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমশঃ বৃষ্টিপাত ঝরিয়ে পরবর্তী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে কিছুটা দুর্বল হয়ে ঘুর্ণিঝড়ে রূপ নিতে পারে।

সোমবার (২৭ মে) সকাল পৌনে ৯টায় আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে কয়রা, খুলনার নিকট অবস্থান করছে। কিন্তু এর শরীর এখনো সাগরেই রয়ে গেছে। ঘূর্ণিঝড়টি পুরোপুরি ক্লিয়ার হতে আরও ১-২ ঘণ্টা সময় লাগতে পারে।

এর আগে সকাল সাড়ে ৭টায় আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদী বন্দরসমূহকে ৪ নম্বর নৌ-মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশংকা রয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রিমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ

হাসপাতালে প্রবাসীর মরদেহ ফেলে পালাল স্ত্রী

জবির ‘ভূমি ব্যবস্থাপনা ও আইন’ বিভাগের নাম পরিবর্তন

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল কাতার

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

জবির ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন

যুদ্ধবিরতি নিয়ে এবার মুখ খুলল চীন

সিগারেটের প্যাকেটে স্ত্রীকে ‘তুমি আমার প্রাণের প্রিয়া’ লাভ লেটার দিলেন নোবেল

পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসতে পারে ইরান

পাটগ্রাম সীমান্তে ৭ বাংলাদেশিকে পুশইন

১০

যুদ্ধবিরতি লঙ্ঘন / ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার ইরানের

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১২

সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা

১৩

ইরানে অজানা গোষ্ঠীর হামলায় নিহত ৯

১৪

স্বাধীন দেশেও আমরা লজ্জিত : সাখাওয়াত হোসেন

১৫

যুদ্ধবিরতির মধ্যেই তেহরানে ব্যাপক হামলার নির্দেশ

১৬

কাতারে হামলা ও রুদ্ধশ্বাস, ২৪ ঘণ্টায় বড় ১০ খবর

১৭

অস্ত্রের মুখে স্বর্ণালংকার লুট, ডাকাতের গুলিতে গৃহকর্তা নিহত

১৮

যশোরে ২৪ মামলার আসামি ডলার গ্রেপ্তার

১৯

মুক্তি পেল আহাদের মৌলিক গান

২০
X