তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের তদন্ত টিম। ছবি : কালবেলা
ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের তদন্ত টিম। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের তাড়াশে পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে পুলিশ কর্মকর্তার ভাই ও বাবাকে জিম্মি করে নগদ প্রায় ছয় লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন, ব্যাংকের চেকসহ প্রায় ছয় লাখ টাকার মূল্যের মালামাল লুট করা হয়।

শনিবার (০১ জুন) রাত ২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবাহু গ্রামের পুলিশ কর্মকর্তা সেলিম রেজা চৌধুরীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এর আগে একই ইউনিয়নের শাকই গ্রামে শফিকুল ইসলামের বাড়িতে অপর ডাকাতির ঘটনাটি ঘটে।

ডাকাতিকালে ডাকাতের ছুরি আঘাতে পুলিশ কর্মকর্তার বড় ভাই ও বাবা সাবেক ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল হাই চৌধুরি (৬৮) ও ডাকাত দলের মারপিটে তার স্ত্রী মাজেদা খাতুন চৌধুরী (৫৫) আহত হয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন, নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু।

সেলিম রেজা চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সাবেক ওসি। তার ছেলে হুমায়ুন রশিদ পুলিশের এএসআই। ডাকাতদের মারপিটে তার বড় ভাই সাবেক ইউপি সচিব আব্দুল হাই চৌধুরী আহত হয়েছেন। পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

আহত আব্দুল হাই চৌধুরীর স্ত্রী মোছা. মাজেদা খাতুন বলেন, সেলিম রেজা ও তার ছেলে হুমায়ুন রশিদ চাকরির সুবাদে বাইরে অবস্থান করায় গ্রামের বাড়িতে তিনি ও তার স্বামী থাকেন। শনিবার রাত ৩টার দিকে বাড়ির উত্তর দিকে টয়লেটের পাশের টিনের বেড়া ভেঙে বাড়ির ভেতরে ঢোকে সংঘবদ্ধ ডাকাতদল। এরপর ঘরের জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে আমাকে ও আমার স্বামীকে ঘুম থেকে ডেকে তোলে তারা। ডাকাতরা আমার স্বামীর দুই হাঁটুতে এবং পেছনে উপর্যুপরি আঘাত করে। একপর্যায়ে বাড়ির আলমারি, লেপকাঁথা রাখা বক্স ভাঙে এবং বাড়ি থেকে নগদ ৬ লাখ নগদ টাকা ও ১ ভরি পরিমাণ স্বর্ণের দুল নিয়ে ডাকাতরা চলে যায়।

অপরদিকে শাকই গ্রামের শফিকুল ইসলামের বাড়ির গেটের তালা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। এরপর বিষাক্ত গ্যাস স্প্রে করে তাদের অজ্ঞান করার পর নগদ ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সকালে প্রতিবেশীরা শফিকুলের স্ত্রী ময়না (৪২), ছেলে মনিরুল ইসলাম (২৪), মাসুদ রানাকে (১৮) অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, শনিবার পুলিশ কর্মকর্তার বাড়িতে ফ্রিজ মেরামত করতে আসে ইলেকট্রিক শ্রমিক। সে ফ্রিজের কোনো খাবারে চেতনানাশক মিশিয়ে রেখে যায়। রাতে ফ্রিজ যে রুমে রাখা হয় সেই রুমের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে লুট করে দুবৃত্তরা। শফিকুলের বাড়িতেও একই ধরনের চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে লুট করা হয়েছে। ওই পরিবারের সবাই এখনো ঘুমিয়ে রয়েছে। তারা ঘুম থেকে উঠলে বিষয়টি জানা যাবে। আমরা ঘটনাস্থলে রয়েছি। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভাবার অনুরোধ তারেক রহমানের

বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

শাহজালালে বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

‘একসঙ্গে সমুদ্রে নেমে তো গোসল করতে পারব না’

জুলাই যোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম ২ জায়গায়

বিএনপির অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ

রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

১০

জামায়াত-গণঅধিকার পরিষদের মতবিনিময় / নির্বাচনী জোট গঠনে একমত

১১

উপবৃত্তির টাকা আত্মসাৎ, মাদ্রাসার সুপার কারাগারে

১২

তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না : মুরাদ

১৩

চট্টগ্রাম নগরীতে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

১৪

‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’

১৫

মেয়ের জন্য চিপস আনতে গিয়ে প্রাণ হারান মোবারক

১৬

১৯৭৩ সালের পর সবচেয়ে বড় সংকটে মার্কিন ডলার

১৭

তারেক রহমান জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন : অধ্যাপক মোর্শেদ

১৮

তারা ভেবেছে, নারীঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে : আমির হামজা

১৯

পিআর পদ্ধতি নিয়ে বিএনপিকে চরমোনাই পীরের কড়া বার্তা

২০
X