নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় একটি প্রাইভেটকারে আগ্নিসংযোগ ও দুটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২ জুন) নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামে রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় নিউটন গাজীর বাড়িতে থাকা প্রাইভেটকারটি হামলাকারীদের দেওয়া আগুনে ভস্মীভূত হয়।
জানা গেছে, সদর উপজেলা নির্বাচনে স্থানীয় গোবরা বাজার এলাকায় উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়ার আনারস প্রতীকের হয়ে কাজ করার কারণে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের তোপের মুখে পড়তে হয় নিউটন গাজীকে। বেশ কয়েকবার প্রাণনাশের হুমকির পর গত ২৫ মে ভুক্তভোগী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ভুক্তভোগী নিউটন গাজী বলেন, মূলত উপজেলা নির্বাচনের সময় থেকেই সাবেক ইউপি চেয়ারম্যান আক্রোশের শিকার হই। জিডি করার পরও কোনো ব্যবস্থা নেয়নি সদর থানার ওসি। আমি এদিন সন্ধ্যায় খবর পাই আমার ওপর হামলা চালানো হবে। আমি ওসিকে বিষয়টি জানায়। পরে আমি অন্যের বাড়িতে আশ্রয় নিই। হামলাকারীরা সেই বাড়িতেও হামলা চালিয়েছে।
আরেক ভুক্তভোগী লিটন শেখ বলেন, উপজেলা নির্বাচনে আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফায়েল মাহমুদের ঘোড়া প্রতীকের কাজ করতে বলেছিল। আমরা পছন্দের প্রার্থী আজিজুর রহমান ভূইয়ার আনারস প্রতীকের কাজ করেছি, তিনি চেয়ারম্যান হয়েছেন। তার ইচ্ছায় কাজ না করার কারণে হুমকি ধামকি ও হামলা করেছে। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সিংগা শোলপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ বলেন, তারা বিভিন্ন অপকর্ম করে বেড়ায় এলাকায়। উল্টো আমার নামে জিডি করছে থানায়। রোববার আমি গিয়েছিলাম থানায়। থানা থেকে বের হয়ে বিকেল ৪টা নাগাদ ঢাকায় চলে আসছি। তবে ঘটনার পর বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, এলাকার উত্তেজিত জনতা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এমন ঘটনা ঘটিয়েছে। সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পরে কথা বলব। এ বিষয়ে এখন কথা বলার মুড নেই।
মন্তব্য করুন