তন্ময় উদ্দৌলা, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৩:২৯ এএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে ‘চন্দনা কমিউটার ট্রেন’ আটকে দিল ফরিদপুরবাসী

ফরিদপুর রেলস্টেশনে চন্দনা কমিউটার ট্রেনটি থামিয়ে স্থানীয়দের বিক্ষোভ। ছবি : কালবেলা
ফরিদপুর রেলস্টেশনে চন্দনা কমিউটার ট্রেনটি থামিয়ে স্থানীয়দের বিক্ষোভ। ছবি : কালবেলা

ফরিদপুরে স্টপেজ না হওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী ‘চন্দনা কমিউটার ট্রেন’ রাতের আঁধারে আটকে দিয়েছে ফরিদপুরের সর্বস্তরের জনগণ। রেলমন্ত্রীর আশ্বাসের এক মাস পেরিয়ে গেলেও স্টপেজ বাস্তবায়ন না হওয়ায় ট্রেনের গতিরোধ করে তারা।

বুধবার (০৫ জুন) রাত পৌনে ৯টা থেকে প্রায় ৪০ মিনিট ফরিদপুর রেলস্টেশনে চন্দনা কমিউটার ট্রেনটি থামিয়ে বিক্ষোভ করা হয়।

এসময় বিক্ষোভকারীরা বলেন, আমরা এর আগে ফরিদপুরে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজের দাবিতে কয়েক দফা আন্দোলন করি। এর প্রেক্ষিতে রেলমন্ত্রী জুন মাসের শুরুতে চন্দনা কমিউটার ট্রেন ফরিদপুরে স্টোপেজ করার প্রতিশ্রুতি দেন। তবে, মন্ত্রী সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি। তাইতো এসময় মন্ত্রীর উপর ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।

খবর পেয়ে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামানের নেতৃত্ব পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে সমাধান করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ট্রেনটি ছেড়ে দেন।

এর আগে একই দাবিতে গত ৫ মে ট্রেন চালুর দিন মানববন্ধন ও ১১ মে স্টপেজের দাবিতে কাফনের কাপড় শরীরে জড়িয়ে রেললাইনে শুয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে ফরিদপুরবাসী। এ প্রেক্ষিতে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম ফরিদপুরের ভাঙ্গার একটি অনুষ্ঠানে জুন মাসের শুরুতে ফরিদপুরে স্টোপেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

স্থানীয় বাসিন্দা রাজিব আহমেদ বলেন, বর্তমান সরকারের সাফল্যের আরেকটি নতুন অধ্যায় রাজবাড়ী থেকে ভাঙ্গা হয়ে ঢাকার সাথে নতুন দুটি কমিউটার ট্রেন চালু। তবে অত্যন্ত দুঃখের বিষয় হলো, ফরিদপুরের উপর দিয়ে গেলেও ফরিদপুর রেলস্টেশনে কোনো স্টপেজ রাখা হয়নি। এতে ফরিদপুরের যাত্রীরা সুলভে ঢাকার সাথে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা কয়েক দফা আন্দোলনের পর রেলমন্ত্রী জুন মাসের শুরুতে ফরিদপুর স্টোপেজ দেওয়ার প্রতিশ্রিতি দিলেও কথা রাখেনি। আমরা রেলমন্ত্রীর কাছে অনতিবিলম্বে ফরিদপুর রেলস্টেশনে এই চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজের দাবি জানাই। অতি শিগগিরই স্টপেজ দেওয়ার ব্যবস্থা করা না হলে ফের লাগাতার কর্মসূচি শুরু করা হবে।

রেলওয়ে সূত্র জানা গেছে, এই রেলপথ দিয়ে বেনাপোল এক্সপ্রেস, সুন্দরবন, রাজশাহী ও নকশিকাঁথা এক্সপ্রেস চলাচল করে। চারটি ট্রেনেরই ফরিদপুরে যাত্রাবিরতি রয়েছে। কিন্তু চন্দনা কমিউটার ট্রেনের যাত্রাবিরতি ফরিদপুর রেলস্টেশনে না থাকায় এই বিক্ষোভ করে আসছে ফরিদপুরের সর্বস্তরের জনগণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সেই নেতার ইচ্ছা পূরণে ভার্চুয়ালি সাক্ষাৎ করলেন তারেক রহমান

নতুন কৌশলে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করছে প্রতারকরা

বিবিসি সাক্ষাৎকারে অন্যরকম তারেক রহমান

অন্তর্বাস থেকে কি আসলেই ক্যানসার হয়

বিসিবি নির্বাচনে কোন ক্যাটাগরিতে কত ভোট পড়ল?

সড়ক অবরোধ করে ভাঙচুরের পর বাসে আগুন

অসুস্থতার নাটক সাজিয়ে টাকা হাতিয়ে নিত এই দম্পতি

সেপ্টেম্বরে ফের বেড়েছে মূল্যস্ফীতি

যে ৫ কারণে খাবারের তালিয়া রাখবেন কাঁকরোল

রাষ্ট্রদূত মেজর জেনারেল আমিনুল হককে প্রত্যাহার

১০

সিলেটে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

১১

কর্মহীন দক্ষিণের সাড়ে ৪ লাখ জেলে, কিস্তি আর দাদন নিয়ে চিন্তা

১২

নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা ও অংশগ্রহণ নিয়ে জানালেন তারেক রহমান

১৩

স্ক্রিনশট ফাঁস করে সতর্কবার্তা দিলেন নুসরাত ফারিয়া

১৪

ইউআইইউতে রিয়েল লাইফ এআই ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

১৫

বিসিবি নির্বাচনে পরিচালক পদে জয়ী হলেন যারা

১৬

উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষকদের সম্মাননা

১৭

ফ্লোটিলার যাত্রীদের যেভাবে নির্যাতন করেছে ইসরায়েলি সেনারা

১৮

আরও দুটি জাতীয় দিবস চালু করল সরকার

১৯

বিসিবি নির্বাচনের ফাঁস হওয়া ফলাফলে সভাপতি বুলবুল

২০
X