গাজীপুরের কালীগঞ্জের শিমুলিয়া বাইপাস সড়কে ইজিবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে রবিন ও মেহেদী নামে দুজন নিহত হয়েছেন। এ সময় একজন আহতে হয়।
বৃহস্পতিবার (৬ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের শিমুলিয়া ও নলছটার নামক স্থানের মধ্যবর্তী সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নিহত ইজিবাইক চালক আহসান হাবিব তপরদার ওরফে রবিন (২৬) চাঁদপুরের মফিজ তপরদারের ছেলে। তিনি স্ত্রী নিয়ে টঙ্গীর গোপালপুরে ভাড়া বাড়িতে থাকতেন ও অপর যাত্রী মেহেদী হাসান (২৫) বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আহত যাত্রী হলেন, চৈতর পাড়ার শরিফ মিয়ার স্ত্রী রুমানা আহম্মেদ। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সময় ভৈরব থেকে আগত চলনবিল বাসটি পালিয়ে যায়। যাত্রীদের সহযোগীতায় মীরের বাজারে ঢাকা মেট্রো-ব-১৫-১৪৪৩ বাসটি ফেলে চালক পালিয়ে যায় বলে থানা সূত্রে জানা গেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মাহতাবউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতদেহ দুটি পোস্ট র্মটামের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাসটি আটক হলেও চালক পালিয়েছে।
মন্তব্য করুন