বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৯:০৯ এএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

জামালপুরে সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ছিনতাই

হাসপাতালে চিকিৎসা নেন আহত সাংবাদিক। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসা নেন আহত সাংবাদিক। ছবি : কালবেলা

জামালপুরে দৈনিক সমকাল পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি মাসুদ উল হাসানের ওপর হামলা, মারপিট, ক্যামেরা ছিনতাই ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ জুন) রাত পৌনে ১২টার দিকে পৌর শহরের রাসেল আমিন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের মামলাসহ একাধিক মামলার আসামি আতিক মিয়া ও মাসুমা ইয়াছমিন স্মৃতি এই হামলার ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রাতেই নামীয় ৪ জনসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক মাসুদ উল হাসান।

জানা গেছে, শুক্রবার রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাসস্ট্যান্ড অফিস থেকে মোটরসাইলে বাসায় ফিরছিলেন মাসুদ উল হাসান। রাসেল আমিন মার্কেটের সামনে পৌঁছানোমাত্র আগে থেকেই ওতপেতে থাকা সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি ও তার স্বামী আতিক মিয়া সাংবাদিক মাসুদের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের সঙ্গে স্মৃতির বাবা মজিবর মিয়া ও সজলসহ অজ্ঞাতনামা ভাড়াটে আরও ৪-৫ জন দুর্বৃত্ত ছিল।

তারা মাসুদকে মোটরসাইল থেকে ফেলে দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। আতিকের হাতে থাকা ধারালো চাকু দিয়ে হাতে ও পিঠে আঘাত করে। এ সময় মোটরসাইকেল ভাঙচুর করে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় তারা।

পরে মাসুদের চিৎকারে পথচারী, সহকর্মী সাংবাদিক ও স্থানীয়রা এগিয়ে এসে তাদের কবল থেকে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় রাতেই বকশীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন সাংবাদিক মাসুদ উল হাসান।

সাংবাদিক মাসুদ জানান, পেশাগত দায়িত্বপালন শেষে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় স্মৃতি ও তার স্বামী আতিকসহ ৮-৯ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। গাড়ি ভাঙচুর করে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় তারা।

বকশীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন বলেন, সাংবাদিক মাসুদ একজন পেশাদার সাংবাদিক। তার ওপর হামলাকারী আতিক ও স্মৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর মামলাসহ একাধিক মামলার আসামি। প্রয়াত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকেও হত্যার উদ্দেশ্যে মধ্যবাজার থেকে ধরে এনে নিজ বাড়িতে আটকে বেদম মারপিট করেছিল এই আতিক ও স্মৃতি। আজ একই কায়দায় তারা সাংবাদিক মাসুদের ওপর হামলা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই তারেক মাসুদ বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেয়েছি। আইনি প্রক্রিয়া চলমান। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে দেওয়া ফিফা শান্তি পুরস্কারের কড়া সমালোচনায় নরওয়ে

অহিংস ও সাম্প্রদায়িক সম্প্রীতির শরীয়তপুর গড়ে তুলব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বাবা হওয়ার পর মেহরাবের নতুন গানের ঘোষণা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নির্বাচনের তপশিল নিয়ে সভা রোববার

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ১২০ চিকিৎসক

ছেলেকে দেখার আকাঙ্ক্ষা নিয়েই চলে গেলেন গুম হওয়া ছাত্রদল নেতার বাবা

পূজা পরিষদ ও পূজা কমিটির মতবিনিময় / সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনসহ ৯ দাবি

‘এনসিপি সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব’

নিজ ফ্ল্যাটেই মিলল নিখোঁজ স্কুল শিক্ষিকার লাশ

১০

শিক্ষক সমাজই হচ্ছে একটি জাতির ভিত্তি : মান্নান

১১

কোন দেশের হাতে বিশ্বকাপ দেখতে চান গার্দিওলা?

১২

মহানবীকে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

১৩

কড়াইলের দুর্গতদের পাশে আনসার-ভিডিপির ৯ দিনের মানবিক সেবা কার্যক্রম সমাপ্ত

১৪

স্টার্কের দাপটে ব্রিসবেনে হারের পথে ইংল্যান্ড

১৫

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত

১৬

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭

ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

১৮

বাংলাদেশে নির্বাচন নিয়ে যা বললেন জয়শঙ্কর

১৯

বাংলাদেশে আর কারও দাদাগিরি চলবে না : ডা. শফিকুর রহমান

২০
X