বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৯:০৯ এএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

জামালপুরে সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ছিনতাই

হাসপাতালে চিকিৎসা নেন আহত সাংবাদিক। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসা নেন আহত সাংবাদিক। ছবি : কালবেলা

জামালপুরে দৈনিক সমকাল পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি মাসুদ উল হাসানের ওপর হামলা, মারপিট, ক্যামেরা ছিনতাই ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ জুন) রাত পৌনে ১২টার দিকে পৌর শহরের রাসেল আমিন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের মামলাসহ একাধিক মামলার আসামি আতিক মিয়া ও মাসুমা ইয়াছমিন স্মৃতি এই হামলার ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রাতেই নামীয় ৪ জনসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক মাসুদ উল হাসান।

জানা গেছে, শুক্রবার রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাসস্ট্যান্ড অফিস থেকে মোটরসাইলে বাসায় ফিরছিলেন মাসুদ উল হাসান। রাসেল আমিন মার্কেটের সামনে পৌঁছানোমাত্র আগে থেকেই ওতপেতে থাকা সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি ও তার স্বামী আতিক মিয়া সাংবাদিক মাসুদের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের সঙ্গে স্মৃতির বাবা মজিবর মিয়া ও সজলসহ অজ্ঞাতনামা ভাড়াটে আরও ৪-৫ জন দুর্বৃত্ত ছিল।

তারা মাসুদকে মোটরসাইল থেকে ফেলে দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। আতিকের হাতে থাকা ধারালো চাকু দিয়ে হাতে ও পিঠে আঘাত করে। এ সময় মোটরসাইকেল ভাঙচুর করে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় তারা।

পরে মাসুদের চিৎকারে পথচারী, সহকর্মী সাংবাদিক ও স্থানীয়রা এগিয়ে এসে তাদের কবল থেকে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় রাতেই বকশীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন সাংবাদিক মাসুদ উল হাসান।

সাংবাদিক মাসুদ জানান, পেশাগত দায়িত্বপালন শেষে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় স্মৃতি ও তার স্বামী আতিকসহ ৮-৯ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। গাড়ি ভাঙচুর করে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় তারা।

বকশীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন বলেন, সাংবাদিক মাসুদ একজন পেশাদার সাংবাদিক। তার ওপর হামলাকারী আতিক ও স্মৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর মামলাসহ একাধিক মামলার আসামি। প্রয়াত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকেও হত্যার উদ্দেশ্যে মধ্যবাজার থেকে ধরে এনে নিজ বাড়িতে আটকে বেদম মারপিট করেছিল এই আতিক ও স্মৃতি। আজ একই কায়দায় তারা সাংবাদিক মাসুদের ওপর হামলা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই তারেক মাসুদ বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেয়েছি। আইনি প্রক্রিয়া চলমান। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১০

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১১

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১২

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৩

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৪

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৫

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

১৬

হোয়াইটওয়াশ এড়াতে মিরাজদের সামনে বিশাল লক্ষ্য

১৭

চাকসুতে এক প্রার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

১৮

গুমের শিকার পরিবারগুলোর মানববন্ধন / স্বজনদের ফেরত দিন, না পারলে জড়িতদের বিচার করুন

১৯

অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা লাগবে : ফায়ার সার্ভিস

২০
X