মনজু বিজয় চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত শ্রীমঙ্গল

লাউয়াছড়া জাতীয় উদ্যান ফটক। ছবি : কালবেলা
লাউয়াছড়া জাতীয় উদ্যান ফটক। ছবি : কালবেলা

দেশে এ মুহূর্তে প্রধান পর্যটন গন্তব্যগুলোর একটি হলো মৌলভীবাজার। ছোট বড় মিলিয়ে এ জেলায় প্রায় ৫০টি পর্যটন কেন্দ্র রয়েছে। এ ছাড়া প্রায় ২১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি নিয়ে বসবাস করছেন এখানে। বেড়াতে আসা পর্যটকদের প্রথম পছন্দই হচ্ছে শ্রীমঙ্গলে বিভিন্ন পর্যটনকেন্দ্র। ঈদের ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত শ্রীমঙ্গল পর্যটন স্পটগুলো।

উঁচু নিচু পাহাড়ের ভাঁজে ভাঁজে সবুজের গালিচায় মোড়ানো চা গাছ। একইসঙ্গে পাহাড়ি ঝরনার কলতান। মৌলভীবাজারের শ্রীমঙ্গলজুড়েই রয়েছে প্রকৃতির নানা নৈসর্গিক সৌন্দর্য। শ্রীমঙ্গল উপজেলার প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একাধিক লেক আর শতাধিক পর্যটন স্পট এখন একেবারেই পর্যটকশূন্য। তবে ঈদের টানা ছুটিতে জেলার বিভিন্ন স্পটে অর্ধ লক্ষাধিক পর্যটক ঘুরতে আসবেন বলে আশা সংশ্লিষ্টদের।

জেলায় প্রায় দেড় শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজ ইতোমধ্যে ৭০ শতাংশ বুকিং সম্পন্ন করেছে। ঈদের টানা ছুটিতে ভ্রমণপিপাসুদের আগমনে ভালো ব্যবসার প্রত্যাশা ব্যবসায়ীদের।

বেশকিছু দর্শনীয় স্থান রয়েছে, এখানে যেসব এলাকা পর্যটকরা ঘুরে দেখেন তা হলো, মৌলভীবাজারে শ্রীমঙ্গলে একাত্তর বধ্যভূমি, হাইল হাওরের বাইক্কা বিল, উঁচু নিচু পাহাড়ের ভাঁজে ভাঁজে সবুজের গালিচায় মোড়ানো চা বাগান, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, শংকর টিলা লেক, ভাউাউড়া লেক, জাগছড়া লেক, ফুলছড়া গারো লাইনের লেক, বিদ্যাবিল হজম টিলা, নাহারপুঞ্জিতে শতবর্ষ গিরিখাত। শ্রীমঙ্গল রাধানগর গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, চা বোর্ডের টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম, টি হ্যাভেন, লেমন গার্ডেন, বালিশিরা রিসোর্ট, নবেম রিসোর্ট, গ্র্যান্ড সেলিম রিসোর্টসহ এখানে প্রায় শতাধিক হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে।

শ্রীমঙ্গলে টি হ্যাভেন রিসোর্ট মহাপরিচালক মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘ঈদ উপলক্ষে তিন দিন ধরে আমরা যে ক্রেতা পাচ্ছি, তার বেশিরভাগই স্থানীয়। পর্যটক নেই বললেই চলে। অন্যান্য বছর আমাদের এখানে প্রচুর পর্যটক আসতেন। এবার শ্রীমঙ্গলে পর্যটক কম আসায় আমাদের বিক্রি কমেছে। এটা শুধু আমাদেরই নয়, সবারই কমবেশি একই সমস্যা হয়েছে।’

শ্রীমঙ্গল নিসর্গ কটেজের মালিক কাজী শামসুল হক বলেন গত ঈদে মোটামুটি ভালো ছিল খুব ভালো না এখন এই ঈদে এখনো আমাদের রিসোর্ট বুকিং হয়নি। ঈদের তো আরও কয়দিন বাকি আছে বুকিং হয়ে যাবে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের বৃদ্ধি, এটাও একটা কারণ আমাদের ব্যবসা খারাপ হওয়ার। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ব্যবসার ওপর প্রভাব পড়ছে। তবুও আমাদের রিসোর্টের ভাড়া বাড়ানো হয়নি। আগে যা ছিল এখনও তাই। বরং অফার দিয়ে কাস্টমার আনার চেষ্টা করি। আর কর্মচারীদের বেতন বোনাস বিগত কয়েক বছর ধরে লসের ওপর দিয়েই নিজের পকেট থেকে দিয়ে যাচ্ছি ব্যবসা ধরে রাখতে। এবারও তাই দিতে হবে।

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি ও গ্র্যান্ড সেলিম রিসোর্টের মালিক সেলিম আহমেদ বলেন, ঈদের আগের দিন থেকে টানা তিন দিন যেখানে হাউসফুল থাকার কথা, সেখানে মাত্র ২৫ শতাংশ রুম ভাড়া হয়েছে। অথচ প্রতি বছর ঈদ উপলক্ষে পুরো রিসোর্ট হাউসফুল থাকত। এবারের মতো কম রুম বুকিং এর আগে কখনো হয়নি। এই ক্ষতি পোষাতে আমাদের কষ্ট হবে। আমরা বিভিন্ন হোটেলের ফেসবুক রিভিউ, গুগল রিভিউগুলো দেখি, রিভিউগুলো দেখলে আমরা বুঝতে পারি কার অবস্থা কী রকম। আর পর্যটকরা এখন অনেক সচেতন, তারা হোটেল বুকিং দেওয়ার আগে বিভিন্ন জনের রিভিউ দেখে বুকিং দেয়। আরেকটি বিষয় হচ্ছে, পর্যটকদের জন্য অনেক কিছু উন্মুক্ত করে দিতে হবে। আমাদের আশা ছিল, ঈদের পর্যটক দিয়ে সব খরচ পুষিয়ে নেব। কিন্তু এ বছর খুবই খারাপ গেছে।

শ্রীমঙ্গল জোনের ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর প্রদীপ কুমার চক্রবর্তী জানান, ঈদের বন্ধে ভ্রমণ নির্বিঘ্ন করতে পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে আমাদের টুরিস্ট পুলিশ নিরাপত্তাবেষ্টনী ভালোভাবে তৈরি করা হয়েছে। আমাদের প্রতিটা টিমে পাঁচজন করে পুলিশ সদস্য থাকবে। একজন সাব ইন্সপেক্টর আর চারজন কনস্টেবল দিয়ে প্রতিটা টিম গঠন করা হয়েছে। এমনকি বিভিন্ন স্পটে গোয়েন্দা তথ্য বা অগ্রিম তথ্য জানার জন্য সাদা পোশাকের পুলিশ সদস্যও থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০

‘ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জগণের কথা বলবে কালবেলা’

আদমদীঘিতে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সকালের তাড়াহুড়োয় খেতে পারেন যে ৭ স্বাস্থ্যকর খাবার

নওগাঁয় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শ্রীনগরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস

১০

আজ খোলা থাকবে ব্যাংক

১১

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

সকালে খালি পেটে যে ৭ কাজ শরীরের ক্ষতি করে

১৩

‘স্বল্প সময়ে গণমাধ্যম জগতের শীর্ষ সারিতে কালবেলা’

১৪

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

ভোলায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

‘গণমাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেছে কালবেলা’

১৭

আকিজ বশির গ্রুপে ইন্টার্নশিপের সুযোগ

১৮

১৮ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৯

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, সিরিজ খেলবে না আফগানিস্তান

২০
X