লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গরু ব্যবসায়ীকে পিটিয়ে চাঁদা আদায়, বিপাকে ছাত্রলীগ নেতা

অব্যাহতিপ্রাপ্ত লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাস। ছবি : কালবেলা
অব্যাহতিপ্রাপ্ত লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাস। ছবি : কালবেলা

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাসকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গরু ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে আড়াই লাখ টাকা চাঁদা আদায় করার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. রাশেদ জামান বিলাসকে (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, লালমনিরহাট জেলা শাখা) তার স্বীয় পদ থেকে অব্যহতি প্রদান করা হলো।

জানা গেছে, লালমনিরহাটের আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের গরু ব্যবসায়ী আইয়ুব আলীকে রোববার (৯ জুন) দুপুরে লালমনিরহাট আদালত সংলগ্ন রাস্তা থেকে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী জেলা ছাত্রলীগ সভাপতি বিলাসের কথা বলে জোর করে মোটরসাইকেলে উঠিয়ে শহরের লাশ কাটা ঘরের নির্জন এলাকায় নিয়ে বেধড়ক মারধর করে।

এ সময় মারধর থেকে বাঁচতে জেলা ছাত্রলীগ সভাপতি বিলাসের পা ধরেও রক্ষা পাননি ওই ব্যবসায়ী। পরে তার পকেটে থাকা ২০ হাজার টাকা কেড়ে নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর তাকে শহরের বিজিবি ক্যান্টিন মোড়ে ছাত্রলীগ জেলা সভাপতি বিলাসের ব্যক্তিগত চেম্বারে নিয়ে যাওয়া হয়।

সেখানে ব্যবসায়ীর হাত পা বেঁধে পুনরায় আরেক দফা মারধর করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে আড়াই লাখ টাকায় সমাধান করা হয়। গরু ব্যবসায়ী আইয়ুব আলী তার স্ত্রীকে ফোন করে গরু ব্যবসার শেষ পুঁজি ২ লাখ ৩০ হাজার টাকা এনে দিলে ছাত্রলীগের জিম্মিদশা থেকে মুক্তি মেলে এ ব্যবসায়ীর।

পরে ভুক্তভোগী আইয়ুব আলী জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাসকে প্রধান করে ছাত্রলীগের আরও ছয়জন নেতাকর্মীর নাম উল্লেখ করে সোমবার (১০ জুন) লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অন্য অভিযুক্তরা হলেন, সৌরভ টেরা, রায়হান, রব্বানী, বাবু ও তুষার। তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী।

গরু ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, মোটরসাইকেলে তুলে নিয়ে বিলাসের কাছে নিয়ে সঙ্গে সঙ্গে মারধর শুরু করে। যেভাবে নির্যাতন করেছে তা বর্ণনা দেওয়ার মতো নয়। হাতে পায়ে ধরেও রক্ষা পাইনি। অবশেষে জান বাঁচাতে তাদের চাহিদামতো আড়াই লাখ টাকা বুঝে দিয়ে বিকেলে মুক্তি পাই। দিনভর তাদের হাতে আটকা ছিলাম।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, জেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ জামান বিলাসসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচন : ১৭ কেন্দ্রের ৯৯০ বুথে ভোট গ্রহণ

‘নিজের বিচারের দাবিতে’ কলেজ শিক্ষকের অবস্থান কর্মসূচি

জেলা আ.লীগের উপদেষ্টাসহ কারাগারে ২

‘উসকানিমূলক পোস্ট ও পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা’

এশিয়ার আরেক দেশে জেন-জি বিক্ষোভ শুরু

প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে আবু নাসের

 ‘নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না’

গোলাম রাব্বানীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

রিজার্ভ আরও বাড়ল

১০

করাচির সাত্তার বকশের কাছে পরাজিত স্টারবাকস

১১

ফায়ার সার্ভিসে নিয়োগ বাণিজ্য বন্ধে জিরো টলারেন্স : মহাপরিচালক

১২

যুবলীগ নেতাকে বেআইনি সুবিধা, কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজড

১৩

‘রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ নিয়োজিত থাকবে’

১৪

দেশের সর্বোচ্চ উচ্চতার আদিযোগী শিবমূর্তি গাইবান্ধায়

১৫

৩ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শুরু 

১৬

মালয়েশিয়ায় বিয়ে করা নিয়ে প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা

১৭

ঘুষের টাকাসহ গ্রেপ্তার সহকারী রাজস্ব কর্মকর্তা 

১৮

যে ৫ ধরনের ব্যক্তির জন্য বেগুন খাওয়া বিপজ্জনক

১৯

দিনদুপুরে ব্যবসায়ীর টাকার ব্যাগসহ মোটরসাইকেল ছিনতাই

২০
X