চট্টগ্রামের সীতাকুণ্ডে শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন আবদুল হাকিম ফরহাদ জিকু (২২) নামের এক কলেজ শিক্ষার্থী।
আরও পড়ুন : চট্টগ্রামে সমুদ্রে নেমে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ
সোমবার (২৪ জুলাই) সকাল ৯টার দিকে সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত ইসমাইল সওদাগরের কনিষ্ঠ সন্তান এবং এইচএসসি পরীক্ষার্থী। জানা গেছে, পরিবারের লোকজন মৃতদেহের সঙ্গে একটি চিরকুট উদ্ধার করে। ওই পত্রে লেখা ছিল, ‘পুলিশ ভাই, আমি অসুস্থতা সহ্য করতে পারছি না। তাই নিজেই চলে গেলাম। আমার ফ্যামিলির ওপর যেন কোনো সমস্যা না হয় তার জন্য বিনীত অনুরোধ করছি…।’
আরও পড়ুন : সমুদ্রে সাঁতার কাটতে নেমে শিক্ষার্থী নিখোঁজ
বিষয়টি নিশ্চিত করে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল দিদারুল আলম অ্যাপোলো কালবেলাকে জানান, জিকু দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভুগছেন। পরিবার থেকে চিকিৎসার কোনো কমতি ছিল না। শরীরের তীব্র জ্বালা যন্ত্রণা সইতে না পেরে সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে নিজ কক্ষে আত্মহত্যা করেন। তার কক্ষে একটি চিরকুট লেখা পাওয়া যায়। তাতে লিখা ছিল, তার মৃত্যুর জন্য কাউকে যেন দায়ী না করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার এসআই সুমন্ত মজুমদার কালবেলাকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহের সঙ্গে একটি চিরকুট পাওয়া যায়। পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে মৃতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন