কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৭:৪৯ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ
ডিজিটাল কোর্ট চালু

কারাগারে রেখেই আ.লীগের ভিআইপি-জঙ্গিদের শুনানি হবে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ছবি : সংগৃহীত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ছবি : সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ডিজিটাল কোর্ট রুম প্রস্তুত করা হয়েছে। এই আদালতে জঙ্গিসহ ভয়ংকর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের অভিযোগে আওয়ামী লীগের ভিআইপি আসামি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মামলার আসামিদের কারাগারে রেখেই জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে শুনানি অনুষ্ঠিত হবে৷

বুধবার (৬ আগস্ট) এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ দেওয়া হয়েছে।

ওই আদেশে বলা হয়, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির বিভিন্ন আদালতগুলোয় অনেক চাঞ্চল্যকরসহ জনগুরুত্বপূর্ণ অনেক মামলা বিচারাধীন। ওই সব মামলায় প্রতিদিন কাশিমপুর হাইসিকিউরিটি জেলখানা ও কোরানীগঞ্জ কেন্দ্রীয় জেলখানা থেকে প্রচুর সংখ্যক আসামিকে বিভিন্ন বাহনে আনা-নেওয়া করা হয়। এসব আসামির মধ্যে জঙ্গিসহ ভয়ংকর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের অভিযোগে ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অনেক আসামি রয়েছেন। এসব আসামিকে আদালতে আনা-নেওয়ার ক্ষেত্রে প্রায়ই নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। এ ছাড়া এসব আসামির অনেকের প্রতি জনগণের প্রচণ্ড ক্ষোভ থাকায় জনগণ আদালত প্রাঙ্গণে হাজির হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করে।

এ ধরনের পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। এ পরিস্থিতি অবসানের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখার বিজ্ঞপ্তি এবং আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ সালের ৫ ধারার ক্ষমতা বলে অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ, মামলার শুনানি সংক্রান্ত প্র্যাকটিস নির্দেশনা রয়েছে। কাজেই উপর্যুক্ত আইন ও প্র্যাকটিস নির্দেশনা অনুসরণপূর্বক এবং পরিস্থিতির উন্নতি সাধনকল্পে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির ২৮ নম্বর আদালতের এজলাস কক্ষটি ডিজিটাল কোর্ট রুম হিসেবে প্রস্তুত করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, জঙ্গিসহ ভয়ংকর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের অভিযোগে ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মামলার আসামিদের শুনানি জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং ২৮-এ ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিষয়ে কারা কর্তৃপক্ষসহ অন্য সব কর্তৃপক্ষকে সার্বিক সহায়তা প্রদানের জন্য বলা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বলেন, ‘ঢাকার কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারসহ বিশেষ কারাগারে আওয়ামী লীগের আসামিরা রয়েছেন। এ ছাড়া বিভিন্ন জঙ্গি ও দুর্নীতির দায়ে গ্রেপ্তার ভিআইপি আসামি রয়েছেন। তাদের আদালতে তুললে মানুষের ক্ষোভের মুখে পড়েন। আসামিদের নিরাপত্তা ও ঝুঁকি এড়াতে সিএমএম আদালত থেকে একটি ডিজিটাল কোর্ট রুম করার আদেশ দেওয়া হয়েছে। অবিলম্বে তা চালু হবে বলে আদেশ দেওয়া হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলেতি পণ্য বর্জনের স্মৃতি, অস্তিত্ব সংকটে সলঙ্গা হাট

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা, রাজধানীজুড়ে বিজিবি-পুলিশের কঠোর অবস্থান

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন

যে আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

হিমেল হাওয়ার দাপট, ১৩ ডিগ্রিতে নেমেছে তেঁতুলিয়ার তাপমাত্রা

প্রভিডেন্ট ফান্ডসহ চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ

ইসলাম কায়েমের জন্য তোমাদের প্রয়োজন নেই, জামায়াতের উদ্দেশে টুকু

শাটডাউন এড়াতে মার্কিন কংগ্রেসে বিল পাস

১৩ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

জালনোটসহ তিন কিশোর আটক

১০

ঢাকায় শীত অনুভব, সকালে তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রিতে

১১

চলতি বছর ভূমধ্যসাগরে রেকর্ড অভিবাসীর মৃত্যু

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

১৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৫

গভীর রাতে চলন্ত বাসে আগুন

১৬

বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে চাই : মান্না

১৭

মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

১৮

জামালপুরে একাধিক পয়েন্টে চেকপোস্ট

১৯

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

২০
X