কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ১১:৪৬ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ শুরু ঢাবি শিক্ষার্থীদের

সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

কোটা আন্দোলনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে ঘোষিত সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সরকারি চাকরিতে সব গ্রেডে কোটাবৈষম্য দূর করে অনগ্রসর গোষ্ঠীর জন্য ন্যূনতম ৫ শতাংশ কোটা বহাল রেখে কোটা সংস্কারের এক দফা দাবি আদায়ের কর্মসূচিতে জড়ো হন শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ অনুযায়ী বুধবার সারাদিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে ও রেলপথও এ ব্লকেডের আওতায় থাকবে।

বুধবার সকাল ১০টায় ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকে। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শাহবাগ, চাঁনখারপুল, বাটা সিগন্যাল, মৎস্য ভবন, মিন্টু রোড, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামটর, কারওয়ান বাজার ও ফার্মগেট অবরোধ করবে।

বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

এর আগে ৬ জুলাই শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান, মহাসড়ক অবরুদ্ধ করার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। যাকে ‘বাংলা ব্লকেড’ হিসেবে ঘোষণা করা হয়। সেই কর্মসূচির অংশ হিসেবে দুই দিন শাহবাগ, চাঁনখারপুল, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মিন্টু রোড, মৎস্য ভবন, অবরোধ করেন ঢাবি শিক্ষার্থীরা। এ ছাড়া ইডেন ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট-সাইন্সল্যাব অবরোধ করেন।

কোটা সংস্কারে শিক্ষার্থীদের এক দফা দাবি হলো– সব গ্রেডে সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের পদক্ষেপে ‘পাকিস্তানও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত’

অস্ত্রের মুখে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরকান আর্মি

স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, অতঃপর...

‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস 

করতোয়ার পাড় ঘেঁষে বালু উত্তোলন, হুমকির মুখে মসজিদসহ বিভিন্ন স্থাপনা

কাশ্মীরে হামলা / এটি কি ভারতের ‘ফলস ফ্ল্যাগ’ নাটক?

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

কৃষকের আধাপাকা ধান কেটে নিলেন যুবদল নেতা

পোপের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক বাংলাদেশে

সিন্ধু চুক্তি স্থগিত / জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের নিরাপত্তা কমিটি

১০

ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুর দায়িত্ব নিলেন বিএনপি নেতা

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২

২৪ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

২৪ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১৪

কাশ্মীর নিয়ে টানটান উত্তেজনা, যুদ্ধের পথে ভারত ও পাকিস্তান?

১৫

নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচাল করতেও যড়যন্ত্র চলছে : এমরান সালেহ প্রিন্স

১৬

নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করল মহিলা জামায়াত

১৭

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সাদী-জামিল

১৮

জবি রেজিস্ট্রারের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের

১৯

ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশ / জালেমদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে : জামায়াত আমির

২০
X