মিছিল স্লোগানে উত্তাল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও অংশ নিয়েছেন কারমাইকেল কলেজসহ পাশের কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) রাত পৌনে ১২টার দিকে তারা এ মিছিল বের করেন।
এর আগে, ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিশ্ববিদ্যালয়ের হল ছাড়াও পার্ক মোড়, মডার্ন মোড়, লালবাগ, খামার মোড়, দর্শনা ও কলেজ পাড়া, সরদার পাড়া থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা ক্যাম্পাসে যান। এরপর রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মডার্ন মোড়, দর্শনা হয়ে আবার ক্যাম্পাসে অবস্থান নেন।
ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তাজহাট থানার ওসি রবিউল ইসলাম জানান, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।
মন্তব্য করুন