ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির আইইআরের দুই শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ 

রাজু ভাস্কর্যে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
রাজু ভাস্কর্যে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বর্তমান পরিচালক ড. এম. অহিদুজ্জামান এবং একই ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, অসদাচরণ, অনিয়ম ও নিপীড়নের অভিযোগ এনে তাদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

রোববার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হওয়ার পর প্রশাসনিক ভবনে এসে উপাচার্য কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। এরপর একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে একটি সমাবেশের আয়োজন করেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ড. এম. অহিদুজ্জামান বিভিন্ন সময়ে নিজ সমর্থিত রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে শিক্ষার্থীদের প্রতি অন্যায় আচরণ করেছেন। এমনকি কোটা সংস্কার আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের দাবি সত্ত্বেও তিনি কোনোরূপ আইনি সহায়তা, নিরাপত্তা ও চিকিৎসাবিষয়ক সহায়তা প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন তার বিরুদ্ধে নিয়োগের ক্ষেত্রে অনিয়মের পাশাপাশি নারী প্রার্থীকে কুপ্রস্তাব দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া, ইনস্টিটিউটের অপর রাজনৈতিক ক্ষমতাধর শিক্ষক ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের বিরুদ্ধে ক্লাস এবং পরীক্ষায় অনিয়ম, মূল্যায়নের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আক্রমণাত্মক বাক্য ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অযাচিত নজরদারিসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীদের দাবি, ইনস্টিটিউটে পূর্বে চলা অরাজকতার কারণে শিক্ষার্থীরা এ দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করতে চাইলে নানাভাবে তাদের হুমকি ও হয়রানির মাধ্যমে বাধা দেওয়া হয়। তাদের এসব ঘৃণিত কর্মকাণ্ডের প্রতিবাদ হিসেবে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই একদফা দাবিতে সম্মত হয়েছে যে, ইনস্টিটিউটের বর্তমান পরিচালক ড. এম. অহিদুজ্জামান এবং তার রাজনৈতিক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমানকে অনতিবিলম্বে সব ধরনের প্রশাসনিক ও শ্রেণি কার্যক্রম থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবে না এবং অসহযোগ আন্দোলন ঘোষণা করবে।

উপাচার্য কার্যালয়ে দেওয়া স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ড. অহিদুজ্জামানের বিরুদ্ধে একাধিকবার আইইআরের নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং ধর্মীয় পোশাক পরিধান নিয়ে অসঙ্গত এবং চূড়ান্ত অবমাননাকর আচরণ করার অভিযোগ এসেছে, যার কারণে ঐ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ব্যাহত হয়েছে। এছাড়াও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য থাকাকালীন এই অধ্যাপকের বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের সংবাদ বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তন্মধ্যে অধিকাংশের তদন্তই তিনি রাজনৈতিক ক্ষমতাবলে স্থগিত রেখেছেন। স্থগিত তদন্তগুলোর মাঝে তার আর্থিক কেলেঙ্কারি, নিয়োগের ক্ষেত্রে অনিয়ম, সরকারি সম্পদের অপব্যবহার এবং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ উল্লেখযোগ্য। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আইইআরের নিপীড়িত শিক্ষার্থীদের আইনি সহায়তা, নিরাপত্তা এবং চিকিৎসাসেবা প্রদান করার বিষয়ে তিনি চরম দায়িত্বহীনতা প্রদর্শন করেছেন। শিক্ষার্থীদের সহায়তা না করে স্বৈরাচারী সরকারের পক্ষ সমর্থন করে জাতীয় গণমাধ্যমে তিনি এই আন্দোলনকে কটাক্ষ করেন। তার রাজনৈতিক অবস্থানের কারণে এমন পক্ষপাতদুষ্ট আচরণের ব্যাখ্যা চেয়ে ইনস্টিটিউটের পরিচালক হিসেবে তার বিবৃতি আহ্বান করা হয়েছিল। দুঃখজনকভাবে নিজ সমর্থিত সরকার পতনের আগে তিনি কোনো বক্তব্য প্রকাশ করেননি, যা ইনস্টিটিউটের অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের প্রতি তার দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

এতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন অভিযোগের পাশাপাশি প্রতিনিয়ত ড. অহিদুজ্জামান ও তার মদদপুষ্ট কিছু শিক্ষকের অশিক্ষকসুলভ আচরণ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার কারণ। একই সঙ্গে শিক্ষকদেরর এহেন আচরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথা বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রের সুনাম ও নৈতিক অবস্থানের প্রতি হুমকিস্বরূপ। অতএব তাকে পরিচালক পদ থেকে অপসারণ করতে হবে এবং সব অভিযোগের প্রেক্ষিতে অবিলম্বে এই অধ্যাপককে চাকরিচ্যুত করে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে আর তাঁবেদার রাষ্ট্র বানাতে দেব না : চরমোনাই পীর

ভারতের মাটিতে আ.লীগের তৎপরতা নিয়ে ২ দেশের পাল্টাপাল্টি অবস্থান 

শিক্ষককে ছাত্রীর ছুরিকাঘাত, থানায় মামলা

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

পদাবনতি দিয়ে বদলি হলেন সেই কৃষি কর্মকর্তা

আমির খানের গোপন সন্তান থাকার অভিযোগ ভাই ফয়সালের

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৫৭৬৫ জন

শিল্পাকে বিয়ে করতে কঠিন শর্ত মানেন রাজ

ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

১০

৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীমের গণসংযোগ ও পথসভা

১১

ভারতে আ.লীগের রাজনৈতিক অফিস চালু নিয়ে কড়া অবস্থানে সরকার

১২

সাতক্ষীরায় জেল পলাতক ১১ মামলার আসামি গ্রেপ্তার

১৩

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের

১৪

শিল্টনের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার

১৫

ফিল্ম স্টাইলে ব্যবসায়ীর বসতঘরে গুলি

১৬

জানা গেল দিল্লির মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে চড় মারার কারণ

১৭

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? হতে পারে যেসব বিপদ

১৮

ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত

১৯

বৈদেশিক কর্মসংস্থানের নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন

২০
X