মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২
ববি প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন ববি উপাচার্য ও প্রক্টর

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া (বামে) ও প্রক্টর ড. মো. আব্দুল কাইউম (ডানে)। ছবি : কালবেলা
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া (বামে) ও প্রক্টর ড. মো. আব্দুল কাইউম (ডানে)। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর ড. মো. আব্দুল কাইউম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যৌক্তিক দাবির সঙ্গে উপাচার্য ও প্রক্টরের যথাযথ ভূমিকা না থাকায় তারা ক্ষমা চেয়েছেন।

শনিবার (১৭ আগস্ট) বিকালে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ক্ষমা চান তারা। এ সময় শিক্ষার্থীরা ছাত্র সংসদ চালুসসহ ২২ দফা দাবি উথাপন করেন।

বক্তব্যের শুরুতে ক্ষমা চেয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সকল দাবি যথাযথ বাস্তবায়ন করা হবে। আমার সকল কর্মের প্রয়াস শিক্ষার্থীদের নিয়ে। তথাকথিত যারা উপাচার্য তাদের মত আমাকে যেন অহংকার, হিংসা ও বিদ্বেষ স্পর্শ না করতে পারে। সেটিই আমি আল্লাহর কাছে চাইতাম।

ববির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সুজয় শুভ বলেন, আমি জানি না কারা এই আলোচনা সভার আয়োজন করেছে। আমি নিজেই তাদের আমন্ত্রণে গেছি। সাধারণ শিক্ষার্থীরা সবাই অবগত ছিল কিনা প্রশ্ন করলে তিনি জানান, আমি এসব বিষয়ে কিছুই অবগত ছিলাম না। যারা আয়োজন করেছে তাদের কাছে প্রশ্ন করলে জানা যাবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শহিদুল ইসলাম শাহেদ বলেন, আলোচনা সভার বিষয় শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ লিংকার্সে জানানো হয়নি এটা সত্য। তবে আমাদের পূর্বের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সভাটি করা হয় এবং দাবিগুলো বলা হয়। ক্ষমা চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছাত্র আন্দোলনে উপাচার্য ও প্রক্টরের যে যথাযথ ভূমিকা থাকার কথা ছিল সেটা পালন না করায় তারা ক্ষমা চেয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানান, সকল শিক্ষার্থীরা জানে না এই আলোচনা সভা কখন, কোথায় হবে। আলোচনা সভায় অনেক ছাত্রলীগ কর্মীরাও উপস্থিত ছিলেন। অথচ আন্দোলনকারী শিক্ষার্থীরা অনেকেই অবগত নন। এ ছাড়া উপাচার্য তার আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদ থেকে পদত্যাগের কথা উল্লেখ করেননি।

বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের এক শিক্ষার্থী জানান, লিংকার্স গ্রুপে অধিকাংশ শিক্ষার্থী প্রক্টরের পদত্যাগ চেয়ে পোলে ভোট দিয়েছে। যেখানে ৯৫ শতাংশ এর থেকে বেশি শিক্ষার্থী ভোট দিয়েছে। সেখানে ক্ষমা ও দুঃখ প্রকাশ করার কথা অনুযায়ী শিক্ষার্থীদের কথা অগ্রাহ্য কারা করল? এই কথার উপর ভিত্তি করে সকল শিক্ষার্থীদের মতামতকে বাদ দিয়ে এই সিদ্ধান্ত কারা নিল?

উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবক লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক। এ ছাড়া আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন তিনি। প্রক্টর আব্দুল কাইউম বরিশাল শহরের নৌকা মার্কার মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১০

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১১

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১২

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১৩

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

১৪

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

১৫

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

১৬

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

১৭

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

১৮

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

১৯

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

২০
X