ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১২:২০ এএম
অনলাইন সংস্করণ

আবরার হত্যার দিনকে ‘জাতীয় নিপীড়ন বিরোধী দিবস’ ঘোষণার দাবি

রাজধানীর শাহবাগে আয়োজিত শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংহতি সমাবেশ। ছবি : কালবেলা
রাজধানীর শাহবাগে আয়োজিত শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংহতি সমাবেশ। ছবি : কালবেলা

২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ শেরে বাংলা হলে ছাত্রলীগের নিপীড়নের শিকার হয়ে শাহাদাত বরণ করেন। দিনটিকে 'জাতীয় নিপীড়ন বিরোধী দিবস' হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করার দাবি জানিয়েছে 'নিরাপদ বাংলাদেশ চাই' নামক একটি সামাজিক সংগঠন।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংহতি সমাবেশ থেকে এই দাবি জানায় সংগঠনটি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবরার ফাহাদের ছোট ভাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাইয়াজ।

সমাবেশে বক্তব্য প্রদানকালে মো. বরকত উল্লাহ বলেন, আমার সন্তানকে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে শহীদ করা হয়েছে। আবরারের মত আর কেউ যাতে এ নির্যাতনের স্বীকার না হয়, কারো পিতামাতার বুক যাতে খালি না হয় সেজন্য সবাইকে নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ জানান। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি করে তিনি বলেন, আবরার ফাহাদের হত্যাকান্ডের সাথে জড়িত যারা কারাগারে আছে তাদেরকে অবিলম্বে সবোর্চ্চ শাস্তি নিশ্চিত করত হবে।

আবরার ফাইয়াজ বলেন, আবরার ফাহাদের রক্ত থেকে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। শিক্ষাঙ্গনে যাতে আর কাউকে আবরার ফাহাদ না হতে হয় সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও সে ভারতে বসে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সে ওয়েস্টার্ন ও ভারতীয় মিডিয়াকে আমাদের ছাত্র-জনতার অভ্যুত্থানকে জিহাদী অভ্যুত্থান বলে প্রচারের চেষ্টা করছে। আমরা বলতে চাই, এটা কোন জিহাদী অভ্যুত্থান ছিলো না, এটি ছিল জুলুমের বিরুদ্ধে মজলুমের অভ্যুত্থান। যারা দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে জুলুম কায়েম করেছিল, এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদের কবর রচনা করেছি। ভবিষ্যতে যারা জুলুম কায়েমের চেষ্টা করবে তাদেরকে এদেশের ছাত্র-নাগরিক এক হয়ে রুখে দিয়ে জুলুমকে সমূলে উৎখাত করবে।

তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে দেশের সকল ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমরা অনেক শিক্ষক ও প্রক্টর দেখেছি যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছে। ছাত্রলীগের হামলায় কেউ মরে গেলে সে হয় আবরার, আর যে বেঁচে যায় সে হয় শিবির। আজকে ছাত্রলীগ তুমি কোথায়, সাদ্দাম-ইনান তোমরা কোথায়? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা ছাত্রলীগের বিষদাঁত ভেঙে দিয়েছি।

নিরাপদ বাংলাদেশ চাই'র মুখপাত্র রায়হান উদ্দীন বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচার মুক্ত এদেশে যেন আর কোন নিপীড়নের ঘটনা না ঘটে, নতুন ফ্যাসিবাদের উত্থান যাতে না হয়। রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অখন্ডতার প্রশ্নে সবাইকে ধর্ম, বর্ণ ও রাজনৈতিক বিভেদ ভুলে এক কাতারে দাড়াতে হবে।

জাতীয় সংগীতের মাধ্যমে সংহতি সমাবেশের মূল পর্ব শুরু হয়। এর পর জুলাই বিপ্লবে শহীদের স্মরণে এক মিনিটি নিরবতা পালন করা হয়। নিরাপদ বাংলাদেশ চাই এর মুখপাত্র রায়হান উদ্দীন এর সভাতিত্বে সংহতি সমাবেশে নিপীড়নের বিরুদ্ধে সার্বজনীন ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনটির প্রতিনিধি বুয়েট শিক্ষার্থী আবদুন নূর তুষার। সমাবেশে শপথ বাক্য পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক জাকারিয়া নিক্সন চৌধুরী।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রসংগঠক ও প্রকাশক, আজিজুর রহমান আজাদ, একতার বাংলাদেশ এর মুখপাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, বিপ্লবী ছাত্র পরিষদের আহবায়ক আবদুল ওয়াহেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উমামা ফাতেমা, জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, ঢাবি সভাপতি আবু সাদিক কায়েম, বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের সমন্বয়ক ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ প্রমুখ।

প্রসঙ্গত, সংহতি সমাবেশে শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীকে 'জাতীয় নিপীড়ন বিরোধী দিবস' হিসেবে ঘোষণার পক্ষে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১১৮টি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সংহতি বইয়ে স্বাক্ষর করেন। সমাবেশে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসে মীনা বাজারে চাকরি

অবতরণকালে বিমানে গুলি, প্রাণে বাঁচলেন যাত্রীরা

মুসলিম দেশগুলো ব্যর্থ, বললেন এরদোয়ান

মুনতাহার হত্যাকারীরা এমনভাবে মিশেছিল কেউই বুঝতে পারেনি

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু আজ

প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণকে অপহরণ, তরুণী গ্রেপ্তার

স্বপ্নময় কিশোরের মৃত্যু : অঙ্কুরেই নিভে গেল সম্ভাবনাময় এক দীপশিখা

দুই মাসে ৭ হাজারের বেশি অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন

বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত

আবারও লাল হচ্ছে ফেসবুকের প্রোফাইল

১০

ইয়েমেনে পশ্চিমা দুই দেশের যৌথ হামলা

১১

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

১২

উত্তরবঙ্গ থেকে ৫ উপদেষ্টা চেয়ে আলটিমেটাম

১৩

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন পিতৃত্বকালীন ছুটি

১৪

সাগরে লঘুচাপের আভাস, যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৫

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ইসরায়েলের সামরিক স্থাপনায় আবারও ড্রোন হামলা

১৭

ঘন ঘন কফিতে চুমুক, আসলেই কি আরাম মেলে?

১৮

মেট্রোরেলের টিকিটের নকশা বদল যে কারণে

১৯

দাঁড়িয়ে থাকা মিক্সার গাড়িতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

২০
X