জবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১২:৫১ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

নবীন শিক্ষার্থীদের বরণ করলো জবি ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। বুধবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইকবাল হোসেন শিকদার ও অফিস সম্পাদক মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।

প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বলেন, পৃথিবীর শান্তিময় পরিবেশ ধ্বংসের জন্য দায়ী একমাত্র পাশ্চাত্য শক্তি অথচ তারাই শান্তির মিথ্যা বুলি আওড়ায়। প্রকৃত শান্তি ও কল্যাণের সমাজ প্রতিষ্ঠার দৃষ্টান্ত কেবলমাত্র ইসলামই রয়েছে। আজও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের দিকেই ফিরে আসতে হবে।" নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "ইসলামী ছাত্রশিবির নবাগত সংবর্ধনার আয়োজন করেছে শিবিরে সম্পৃক্ত করার জন্য না বরং মুসলিম হিসেবে আল্লাহ আমাদের যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য।

অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপহার হিসেবে শিবিরের নাম লেখা চাবির রিং, কলম, টেবিল ক্যালেন্ডার, সার্টিফিকেট, শিবিরের সমর্থক ফরম, সংক্ষিপ্ত পরিচিত এবং কিছু বই দেওয়া হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ বেলাল হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জবি শিবিরের সেক্রেটারি জেনারেল মো: আসাদুল ইসলাম।

নবীন বরণে আসা ইংরেজি বিভাগের শিক্ষার্থী জিসান আলম তার অনুভূতি প্রকাশ করে বলেন, শিবিরের নবীনবরণ স্মৃতি হয়ে থাকবে। শুনেছি আগে শিবির আরও বড় করে নবীন বরণ করত। স্বৈরাচার পতনের পর আমরা প্রথম ব্যাচ যে শিবিরের নবীন বরণ পেলাম। অনেক উপহার পেয়েছি। সবার বন্ধুত্বপূর্ণ ব্যবহারে সব কিছু খুব আপন লাগছে।

আইন বিভাগের আরেক শিক্ষার্থী জুয়েল সরকার বলেন, কলম, চাবির রিং, বই, সার্টিফিকেট পেয়েছি উপহার হিসেবে। ছাত্রশিবিরের নবীনবরণে আসতে পেরে অন্যরকম অনুভূতি হচ্ছে। আমাদেরকে এভাবে বরণ করে নেওয়ার জন্য শিবিরকে ধন্যবাদ। এই ধরনের আয়োজনের মাধ্যমে শিবিরকে নিয়ে ছড়ানো রিউমারগুলো সবাই ছুড়ে ফেলবে বলে মনে করি।

বাদ মাগরিব নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। জবি শিবির সভাপতির সমাপনী বক্তব্য ও নবীন শিক্ষার্থীদের মিষ্টি মুখ করানোর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পালিয়ে থাকা আইন মন্ত্রণালয়ের সেই কর্মকর্তাকে বরখাস্ত

পাল্টে গেল ভারতের বাংলাদেশ সফরের সূচি 

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

সন্ত্রাসবিষয়ক তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ

সন্তান ইস্যুতে তিশাকে চ্যালেঞ্জ ছুড়লেন জাওয়াদ নির্ঝর

প্রহরী-শ্রমিকদের জিম্মি করে কোটি টাকার মালামাল লুট

চোখের জলে বিদায়, গন্ডোমারে জোতার শেষযাত্রায় লিভারপুল দলের উপস্থিতি

মেয়ের বাড়িতে যাওয়া হলো না বৃদ্ধ বাবার

ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সাহায্য করেছে চীন ও তুরস্ক

ঢাবিতে সনাতনী জোটের বিক্ষোভ

১০

নতুন বাংলাদেশে নাটোরকে এগিয়ে নেওয়ার আহ্বান 

১১

বাতিল হওয়া সৌর প্রকল্পগুলো পুনর্বিবেচনার আহ্বান ব্যবসায়ীদের

১২

অঙ্কে এগিয়ে ছেলেরা, মেয়েরা কেন পিছিয়ে?

১৩

মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মা-ছেলে গ্রেপ্তার

১৪

জুলাই অভ্যুত্থান নিয়ে কটূক্তি করা সেই পুলিশ সদস্য বরখাস্ত

১৫

থানায় কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা ভুয়া নারী এসআই

১৬

এক দিনে ২৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত, অর্ধেকই দুই বিভাগে

১৭

পাঁচ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ 

১৮

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে যে তথ্য দিলেন জুলকারনাইন

১৯

২০৩০ সালের মধ্যে কাবুল হতে পারে বিশ্বের প্রথম পানিশূন্য শহর

২০
X