ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সমন্বয়কদের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ

সমন্বয়কদের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সমন্বয়কদের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা কলেজের নর্থ হলের সামনে থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি হলপাড়া ঘুরে কলেজের ক্যাফেটেরিয়ার সামনে এসে শেষ হয়।

এ সময় তারা ‘সন্ত্রাসীদের গদিতে আগুন জ্বালাও একসাথে’, ‘নারায়ণগঞ্জে হামলা কেন? প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে সমন্বয়ক আফজাল হোসেন রাকিব বলেন, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের ওপর বারবার হত্যার উদ্দেশ্যে হামলা প্রমাণ করে দেশ এখনো ফ্যাসিবাদীদের কবল থেকে মুক্ত হয়নি। আমরা এই সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, দ্রুত সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের মাধ্যমে সব সন্ত্রাসীকে আইনের আওতায় আনতে হবে এবং দেশের সব জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায়, ছাত্র-জনতা এক হয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মুঈনুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রাতে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওয়ানা দেই। এ সময় নারায়ণগঞ্জে মেঘনা ব্রিজের আগে গাড়িটি স্লো হলে মুখোশ পরিহিত একদল তরুণ হাতে চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় তারা গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং মেয়েদের গায়ে হাত দেয়। আমাদের যখন গাড়ি থেকে নামানোর চেষ্টা করে তখন পুলিশ এলে তারা পালিয়ে চলে যায়।

তিনি আরও বলেন, এটি পরিকল্পিত একটি ঘটনা। কারণ অনেকগুলো গাড়ি থাকা সত্ত্বেও তারা আমাদের গাড়িকে টার্গেট করে। অতীতেও এমন ঘটনা আমরা দেখেছি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাই। আমরা স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন, জুলাই আন্দোলনেও জীবনবাজি রেখে মাঠে ছিলাম। এসব হামলা করে আমাদের আটকে রাখতে পারবে না।

উল্লেখ্য, সাংগঠনিক কাজে বান্দরবানের লামায় যাওয়ার পথে রোববার (৮ ডিসেম্বর) রাত ২টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা গাড়ি দুর্বৃত্তদের হামলার মুখে পড়ে। ওই গাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব আরিফ সোহেল, সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, মাহমুদা সুলতানা, মোহাম্মদ রাকিব, মুঈনুল ইসলাম, ইব্রারিম নীরব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন মিতু ও ছাত্রনেতা মিশু আলী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

দ্বিতীয় ধাপে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা 

কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ : প্রেস সচিব 

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ সর্বশেষ তথ্য জানাল আবহাওয়া অধিদপ্তর

কিছু ক্ষেত্রে মেয়েদের দিক থেকে ভুল হয়: মমতা শঙ্কর

আরেকটি ফাটলরেখার সন্ধান গবেষকদের, ৬ মাত্রায় ভূমিকম্পের শঙ্কা

ভ্যাকসিন না পাওয়ায় ল্যাম্পি আতঙ্কে খামারিরা

ব্রিসবেন টেস্টে ফেরা হলো না কামিন্স ও হ্যাজলউডের

ঢাকা থেকে এসে মা দেখেন আড়ায় ঝুলছে মেয়ের মরদেহ 

বিপিএল: সরাসরি চুক্তিতে যেসব বিদেশি ক্রিকেটার দল পেলেন

১০

মালয়েশিয়ায় ভয়াবহ নির্যাতনের শিকার বাংলাদেশি শ্রমিকরা: এইচআরডব্লিউ

১১

মহাসড়কে পিকআপভ্যানে আগুন

১২

শীত জেঁকে বসেছে তেঁতুলিয়ায়, তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

১৩

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিমকে নিয়ে অপপ্রচার

১৪

বিশ্বকাপের সুপার এইটে উঠলে টাইগারদের সম্ভাব্য প্রতিপক্ষ যারা

১৫

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৬

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৬ ভবন ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

একটানা পাঁচ ম্যাচ খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা, সূচি প্রকাশ

১৯

সংকটে দীপিকার স্কিন কেয়ার ব্র্যান্ড

২০
X