রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘গত ১৫ বছর একটি দল মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে’

রাবিতে শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। ছবি : কালবেলা
রাবিতে শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেছেন, ‘গত ১৫ বছর ধরে আমরা দেখেছি একটি দল মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে। তারা এটি দিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। পৃথিবীর সবচেয়ে লাভজনক ব্যবসা এ চেতনার ব্যবসা। যেখানে একটি চেতনাকে সামনে রেখে যা ইচ্ছা তা করা সম্ভব। তবে দুর্ভাগ্য হলেও সত্য, সেই দলটিই আবার ’৭১-এর মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল।’

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

আলোচনা সভায় অধ্যাপক সালেহ্ হাসান নকীব আরও বলেন, ‘আমি পৃথিবীর অনেক দেশে গেছি, সেখানে থেকেছি। তবে কখনো কোনো দেশে দেখিনি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের ইতিহাস পাল্টে যায়। এমন হয়নি রাজনৈতিক দলগুলো শুধু নিজেদের দলীয় চিন্তায় মগ্ন থাকে। গত ১৫ বছর ধরে আমরা দেখেছি একটি দল মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে। তারা এটি দিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করেছে।’

তিনি বলেন, ‘দুর্ভাগ্য হলেও সত্য যে সেই দলটিই আবার ’৭১-এর মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। যেখানে তাদের ডাকে জনস্রোত তৈরি হয়েছিল। কিন্তু ২৪ এ এসে তারা গণশত্রুতে পরিণত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এখন নতুন বাংলাদেশকে পুরাতন মগজ দিয়ে চিন্তা করলে চলবে না।’

দিবসটি উপলক্ষে এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

এ ছাড়াও দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে রাবি সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাব, জাতীয়তাবাদী ছাত্রদল, জাসাসসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, আবাসিক হল এবং ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়াও দিনটিকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন শেখ রাসেল মডেল স্কুলে আনন্দমেলা, বিজয় দিবস প্যারেড, শিক্ষার্থীদের র‌্যালি, পোস্টার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।

এদিন বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল এবং সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র এবং শহীদ মিনার মুক্তমঞ্চে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীর জন্য বিনিয়োগ : সিঙ্গার বাংলাদেশের নতুন যুগ

মদিনায় ২১ লাখ বৃক্ষরোপণ করল সৌদি সরকার

এবার নিশিরাতে নির্বাচন করতে দেব না : তারেক রহমান

ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক

গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ : হাবিব

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’

পিটিয়ে মানুষ হত্যাকারীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় : গোলাম পরওয়ার

প্রেমিক বিবাহিত, সন্তানও আছে! গোপন তথ্য ফাঁস করল চ্যাটজিপিটি

টেলিগ্রামে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারকারী গ্রেপ্তার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

১০

নেদারল্যান্ডসে প্রযুক্তি খাতে বছরে ৪০ হাজার কর্মীর চাহিদা, সম্ভাবনায় বাংলাদেশ

১১

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান

১২

‘বি’ ইউনিটের মাধ্যমে শেষ জবির ভর্তি পরীক্ষা

১৩

ক্ষমতার রাজনীতি করতে আসিনি : মান্নান

১৪

ঘুম থেকে উঠে মানুষ নাম নেয় আল্লাহর, একজন নেন আমার : মির্জা আব্বাস

১৫

প্যারাডাইস ল্যান্ডের ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৬

নিজের ছাড়া অন্যের ভোটের দিকে হাত বাড়াবেন না : জামায়াত আমির

১৭

নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সরকারি বাসা ছেড়েছি : আসিফ মাহমুদ

১৮

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪তম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠিত

১৯

কোনো ট্রিটমেন্ট ছাড়াই ত্বক উজ্জ্বল রাখতে যা খাবেন

২০
X