রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রাবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ

আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগের বিজয় উল্লাস। ছবি : কালবেলা
আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগের বিজয় উল্লাস। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মনোবিজ্ঞান বিভাগ। খেলায় ট্রাইবেকারে ৪-৩ গোলে বাংলা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিভাগটি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন উপাচার্য অধ্যাপক সালেহ্‌ হাসান নকীব।

গত ১১ নভেম্বর রাবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। এতে ৫৮টি বিভাগ ও ইনস্টিটিউট অংশগ্রহণ করে। মঙ্গলবার আড়াইটায় ফাইনাল খেলায় মনোবিজ্ঞান বিভাগের বিপক্ষে মাঠে নামে বাংলা বিভাগ। তবে নির্ধারিত সময়ে কোনো দলই গোল দিতে পারেনি। ফলে খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে ৪-৩ গোলে জয়লাভ করে মনোবিজ্ঞান বিভাগ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক সালেহ্‌ হাসান নকীব বলেন, দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করেছে। খেলার সবথেকে সুন্দর দিক হলো খেলোয়াররা মাঠে কতজন খেলেছে? ১১ দুগুণে ২২। মোটেও ২২ জন খেলেনি। খেলোয়াড়রা কল্পনা করতে পারে গ্যালারিতে হাজার হাজার ছেলেমেয়ে তাদের সঙ্গে খেলেছে। এটাই হচ্ছে খেলাধুলার শক্তি। খেলে অল্প কিছু মানুষ কিন্তু একতাবদ্ধ করে হাজার হাজার মানুষকে। এখানেই আনন্দ ও বিনোদনের প্রশ্ন। শিক্ষার্থীরা এই জিনিসটাকে ধরে রাখবে। আর শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে আমাদের বিশ্ববিদ্যালয়ে খেলা নিয়ে আর কখনো কোনো বিশৃঙ্খলা দেখতে চাই না।

বিশেষ অতিথির বক্তব্য উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আজকের এই খেলায় কিন্তু কেউই জয়ী বা কেউই পরাজিত নয়। দিনশেষে দুটি দলই জয়ী হয়েছে। এই খেলাকে কেন্দ্র করে যে আবেগ ও ভালোবাসা দেখেছি, সেটি আমাকে আবেগাপ্লুত করেছে। খেলায় একটি দলের পরাজয়ে সেই বিভাগের শিক্ষার্থীদের মন খারাপ। তা দেখে বিভাগের শিক্ষিকারাও কান্না করছে এমন দৃশ্যও আমি লক্ষ্য করেছি। তোমরা সবাই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। খেলার মাঠে সবার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু মাঠের বাইরে সবাই বন্ধু। খেলা নিয়ে যেন আর কোনো লড়াই বা সহিংসতা না ঘটে সেদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আহসান উল আলম। সভাপতিত্ব করেন আন্তঃবিভাগ গেমস্ সাব কমিটির সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি ফুটবল প্লেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক নাসিম রেজা, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

বৈঠকে সিইসি ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

এনআরবি গ্রাহকদের জন্য চার্জ-ফ্রি বিশেষ ডিপোজিট প্রোডাক্ট চালু করল কমিউনিটি ব্যাংক

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বকালের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, ভরি কত?

অরিজিতের গান ছাড়ার সিদ্ধান্তে মুখ খুললেন বোন অমৃতা

এনটিআরসিএ সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশ আজ

যে কারণে বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলাতে রাজি হয়নি আয়ারল্যান্ড

ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

১০

উন্নত ফর্মুলা ও আধুনিক প্যাকেজিংয়ে বাজারে ফিরেছে পন্ডস সুপার লাইট জেল

১১

বিশ্বকাপে হঠাৎ সুযোগের পর বড় সংকটে স্কটল্যান্ড

১২

পাচারের সময় ২০০ বস্তা সার জব্দ করল স্থানীয়রা

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

১৪

এনসিপির প্রার্থীসহ দুজনকে জরিমানা

১৫

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ / বিদায়ের পর আইসিসির দিকে বাংলাদেশের অভিযোগের তীর 

১৬

আফগান আদালতে অপরাধ নয়, শ্রেণি দেখে শাস্তি

১৭

শিশুর আত্মবিশ্বাস গড়তে প্রতিদিনের কথার গুরুত্ব

১৮

সিম কার্ডের এক কোনা কেন কাটা থাকে

১৯

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

২০
X