শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ববি প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মাত্র ২ হাজার টাকা বিনিয়োগে লাখপতি ববি শিক্ষার্থী শহিদ

উদ্যোক্তা শহিদ
উদ্যোক্তা শহিদ

শহিদ হাসান বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন গত বছর। ২০১৮ সালে চতুর্থ বর্ষে থাকাকালে বাবার অনুপ্রেরণায় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। প্রথমে মাত্র ২০০০ টাকা পুঁজি দিয়ে অনলাইন প্লাটফর্মে আমের ব্যবসা শুরু করেন। প্রথম বছরে ফেসবুকের বিভিন্ন গ্রুপে প্রচারের মাধ্যমে ভালো সাড়া পান। সে বছরেই প্রায় দেড়শ মণ আম বিক্রি করেন। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। অনলাইনে আম বিক্রির সাড়া পেয়ে ব্যবসায়ের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেন ৷ ২০১৯ সাল থেকে আমের পাশাপাশি সারাবছর বিভিন্ন ধরনের মধু বিক্রি শুরু করেন অনলাইনে।

সাতক্ষীরার বিভিন্ন উপজেলার বাগান থেকে পাইকারি দরে আম কিনে কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের রিটেইলার ও গ্রাহকদের কাছে পৌঁছে দিতেন তিনি। ফলে গত সিজনে অনলাইনে প্রায় ১১ লাখ টাকার আম বিক্রি করে প্রায় এক লাখ বিশ হাজার টাকা আয় করেন তিনি। চলতি সিজনে এখন পর্যন্ত ৮০ হাজার টাকা আয় করেছেন আম বিক্রি করে। অনলাইন প্লাটফর্মকে কাজে লাগিয়ে এখন বাংলাদেশের একজন সেরা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন তরুণ এই উদ্যোক্তা। এভাবেই ক্ষুদ্র থেকে একজন সফল উদ্যোক্তা হওয়ার পেছনের গল্প বলছিলেন শহিদ হাসান।

শহিদের সঙ্গে কথা হলে তিনি জানান, সাতক্ষীরা জেলার আমের মধ্যে হিমসাগর বিখ্যাত। এ ছাড়া বিভিন্ন জাতের আম রয়েছে- গোপালভোগ, হাড়ি ভাঙ্গা, ল্যাংড়া, আম্রপালি, মল্লিকা। এসব আমের সারা দেশে ব্যাপক চাহিদা রয়েছে। তবে অন্য বছরের চেয়ে এ বছর আমের দাম তুলনামূলক কিছুটা বেশি। ফলে বেশি দাম দিয়ে হলেও অনেকেই সাতক্ষীরার আম কিনতে পছন্দ করে। শহিদ বলেন, আমার পাঠানো আম প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়ে যায় এমনকি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পৌঁছেছে৷

এদিকে ব্যবসা প্রসারের জন্য ‘আমরাজ’ নামে একটি পেজ খোলেন ফেসবুকে। যেখানে বিভিন্ন রকম আমের ভিউ দেখানো হয়। ক্রেতারা অনলাইনে প্রোডাক্ট দেখে পছন্দ অনুযায়ী অনলাইনে অর্ডার করতে পারেন। আমের পাশাপাশি বিভিন্ন ধরনের মধু অর্ডার করতে পারবেন এই পেজ থেকে৷

করোনাকালে পরিবহন জটিলতা ও পাইকারদের অভাব থাকায় আম ব্যবসায় কিছুটা বিক্রি কম হলেও মধুতে ওই সময়ে ব্যাপক চাহিদা ছিল। মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা মধুতে আয় হতো শহিদের।

নতুনদের উদ্দেশে এই উদ্যোক্তা বলেন, সবার উচিত ছাত্র অবস্থায় কিছু করা। অনেকে টিউশনি, কোচিং করায়। আমি একটু ভিন্নরকম চিন্তাভাবনা থেকে অনলাইনে ব্যবসায় করার পথটা বেছে নেই। সেক্ষেত্রে নতুন যারা তাদের প্রতি একটাই বার্তা থাকবে- উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নেই। বর্তমানে অনলাইনে আনলিমিটেড মার্কেট ও অগণিত পণ্য যে কোনো একটা পণ্য বাছাই করে পরিশ্রম, সততা, কথা এবং কাজের মিল রাখলে ভালো করা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাসনিম অনন্যার অনুসন্ধানে মহাবিশ্বের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন

২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা–ব্রাজিল?

বিশ্বকাপের গ্রুপ অব ডেথে ফ্রান্স

নুরুদ্দিন অপুর হাত ধরে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

১০

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

১১

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

১২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

১৩

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

১৪

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৫

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

১৬

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

১৭

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

১৮

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

১৯

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

২০
X