শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
জবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সান্ধ্যকালীন কোর্স বাতিলসহ ১৯ দাবি জবি ছাত্রফ্রন্টের

বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে জবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। ছবি : কালবেলা
বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে জবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। ছবি : কালবেলা

শিক্ষক নিয়োগে ডেমো ক্লাস, ইউজিসি কৌশলপত্র ও সান্ধ্যকালীন কোর্স বাতিল, অনিয়ম ও হয়রানি বন্ধে ডিজিটালাইজড সিস্টেম চালুসহ ১৯ দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এ সম্মেলন করে সংগঠনটি। এ সময় তারা উপাচার্য বরাবর তাদের দাবিনামা উপস্থাপনের কথা জানান।

তাদের দাবিগুলো হলো :

বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে দ্রুত জকসু নীতিমালা সংযোজনসহ শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন দিতে হবে। ভর্তুকি দিয়ে ২০ টাকায় দুপুর ও রাতের খাবারসহ ক্যাফেটেরিয়া উন্নয়ন করতে হবে। ২০২৬ সালের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসে আবাসন এবং এর আগ পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। শিক্ষা ও গবেষণায় বাজেট বৃদ্ধি, গবেষণা সুযোগ সম্প্রসারণ, তহবিল নিশ্চিত ও মানসম্মত প্রকাশনায় আর্থিক প্রণোদনা দিতে হবে। শিক্ষক নিয়োগে গবেষণা অভিজ্ঞতা অগ্রাধিকার, লিখিত পরীক্ষা, ডেমো ক্লাস ও নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

মেডিকেল সেন্টার এবং কাউন্সেলিং সেন্টারে ২৪ ঘণ্টা মানসিক স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী বাড়াতে হবে। ইউজিসির কৌশলপত্র বাতিল, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ ও সান্ধ্যকালীন কোর্স বাতিল করতে হবে। প্রতিটি বিভাগে আধুনিক ল্যাব, শিক্ষাসুবিধা ও উন্নত ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। যৌন নিপীড়ন সেল কার্যকর ও অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন ও দুর্নীতি শ্বেতপত্র শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। রেজিস্ট্রার ভবন, আইটি সেল, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরসহ প্রশাসনিক বিভাগে সরল অনিয়ম ও হয়রানি বন্ধে ডিজিটালাইজড সিস্টেম চালু করতে হবে। ওয়ান-স্টপ-সার্ভিস চালু করতে হবে।

শহীদ সাজিদ ভবনে পর্যাপ্ত লিফট এবং নারী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত ওয়াশরুম নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় লাইব্রেরি ২৪ ঘণ্টা খোলা রেখে আধুনিকীকরণ করতে হবে। ক্যাম্পাসে বাসের সংখ্যা ও শাটল বাসের রুট বৃদ্ধি করতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের জন্য বাজেট বরাদ্দ বাড়াতে হবে। ক্যাম্পাসের পরিবেশ উন্নত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার প্রেক্ষিতে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের পার্টটাইম কাজের সুযোগ এবং Graduate Teaching Assistant নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।

সম্মেলন শেষে শাখা ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসীভ বলেন, বর্তমানে আমরা খুবই ভয়াবহ ও সংকটপূর্ণ সময় পার করছি। মানুষের নিরাপত্তা ও একাধিক ধর্ষণের বিচারের দাবিতে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্ররা রাস্তায় নামছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও উঠছে। আমরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফ্রন্ট ছাত্রদের দাবির সঙ্গে সংহতি জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১০

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১১

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১২

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৩

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৪

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৫

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৬

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৭

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

১৮

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে সৌদি আরব

১৯

চট্টগ্রাম বন্দরে রেকর্ড অগ্রগতি, রাজস্ব বেড়েছে ৭.৫৫ শতাংশ

২০
X