জবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
জবি ও সাংহাই বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা 

ইলিশের লিঙ্গান্তরের রহস্য উন্মোচন

জবি ও সাংহাই বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার ফলাফল উপস্থাপন উপলক্ষে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
জবি ও সাংহাই বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার ফলাফল উপস্থাপন উপলক্ষে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এবং চীনের সাংহাই ওশান ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অব হাইড্রো-বায়োলজির একদল গবেষক যৌথভাবে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ সম্পর্কিত ৩টি গবেষণাকর্ম সম্পাদন করেছেন। গবেষণা ৩টি হলো- ইলিশের সেক্স রিভার্সাল, কমপ্লিট জিনোম এবং পপুলেশন জিনোমিক্স।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে এক সেমিনার ও সংবাদ সম্মেলনে এ গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।

সেমিনারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, মো. জিয়া হায়দার চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর, অধ্যাপক ড. ইমরানুল হক, পরিচালক (গবেষণা) জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

ইলিশের পুরুষ থেকে স্ত্রীতে রূপান্তরের বৈজ্ঞানিক রহস্য উন্মোচন :

এই গবেষণার ফল উপস্থাপনে বলা হয়, বাংলাদেশের পদ্মা, মেঘনা এবং বঙ্গোপসাগরের ৬টি অঞ্চল থেকে বিভিন্ন আকার ও বয়সের মোট ২০৩টি ইলিশ মাছ সংগ্রহ করা হয়। সংগৃহীত ৭টি ইলিশের জনন টিস্যুতে একসাথে শুক্রাণু ডিম্বাণুর সহাবস্থান দেখা যায় যা লিঙ্গ পরিবর্তনের প্রমাণ বহন করে। গবেষণার সামগ্রিক ফলাফল থেকে অনুমান করা যায়, ইলিশ মাছ জীবনের প্রথম বছর পুরুষ হিসেবে প্রজনন সম্পন্ন করে খাদ্যের সন্ধানে সমুদ্রে অভিপ্রয়াণ করে। সেখানে অবস্থান কালে উক্ত ইলিশ ধীরে ধীরে স্ত্রীতে রূপান্তরিত হয় এবং দ্বিতীয় বছর প্রজননের উদ্দেশ্যে পুনরায় নদীতে ফিরে আসে। এ গবেষণা ইলিশের পূর্ণাঙ্গ জীবনচক্র, প্রজনন কৌশল এবং লিঙ্গ পরিবর্তনের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করেন বিজ্ঞানীরা।

ইলিশের প্রথম ক্রোমোজম স্তরের জিনোম এবং পরিযায়নের শক্তি রহস্য উন্মোচন :

এই গবেষণায় বলা হয়, প্রথমবারের মতো ইলিশের পূর্ণাঙ্গ জীবন রহস্য বা জিনোম সিকোয়েন্স উন্মোচন করা হয় যা অতীতের (ভারত ১টি ও বাংলাদেশের ২টি) তুলনায় অধিকতর সম্পূর্ণ। এ গবেষণায় জিনোম সিকোয়েন্সের পাশাপাশি, সমুদ্র ও নদীর মোট ১৪টি ইলিশের প্রত্যেকটি থেকে নয়টি ভিন্ন ধরনের টিস্যু ব্যবহার করে আরএনএ সংগ্রহ ও সিকোয়েন্স করা হয়। এতে ইলিশের তেলযুক্ত বা সুস্বাদু হওয়ার রহস্য উন্মোচন করা হয়। এই গবেষণা প্রকল্পের সকল ডিএনএ ও আরএনএ পাবলিক ডেটাবেইজ এনসিবি আইতে সংরক্ষিত আছে।

ইলিশের একক পপুলেশন, অস্তিত্ব সংকট :

এই গবেষণায় পাওয়া ফলাফলে বাংলাদেশে মাছটির শুধু একটি পপুলেশন পাওয়া গিয়েছে। যা এই পপুলেশনের অস্তিত্বের জন্য একটি বিরাট হুমকি। কেননা কোনো আবহাওয়াগত অথবা দূষণগত দৈব্য দূর্বিপাকে পতিত হলে এই একটি পপুলেশন যদি উতরে যেতে না পারে তাহলে বাংলাদেশে কোনো ইলিশ মাছ থাকবে না একাধিক পপুলেশন থাকলে সমস্যা সঙ্কল পরিস্থিতেও কোন না কোন পপুলেশন টিকে থাকত। পাশাপাশি মাছটির জেনেটিক Variation ও খুব কম যেটা অভিযোজনগত ভাবে মাছটি দুর্বল করে তুলেছে। বর্তমানে বর্ধিত ইলিশ উৎপাদন আমাদের কে পরিতৃপ্ত করতে পারে কিন্তু মাছটি ভয়ংকর রকম অস্তিত্ব সংকট ও অভিযোজনগত দুর্বল অবস্থয় রয়েছে মাছটি সুরক্ষায় সমন্বিত ব্যবস্থাপনা ও গণ সচেতনতার অত্যন্ত জরুরি।

চীনের সাংহাই ওশেন ইউনিভার্সিটির প্রভাষক ড.কিশোর কুমার সরকার বলেন, ইলিশের এই প্রজনন বিষয়ে গবেষণা করা আমাদের জন্য একটা রিস্ক ড্রাইভ ছিল। নদী ও সমুদ্রের মধ্যে আলাদাভাবে কাজ করে ইলিশের প্রজনন।

এসময় অনলাইনে যুক্ত হয়ে সাংহাই ওশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. চিনহংলি বলেন, ইলিশের উপর এই গবেষণা দীর্ঘদিনের। অনেকের পরিশ্রমের ফলে এই গবেষণা ফলপ্রসূ হয়েছে। সবাইকে ধন্যবাদ।

সেমিনারে উপাচার্য বলেন, আমাদের গবেষকরা যেভাবে গবেষণা কার্যক্রম শুরু করেছে ইলিশ মাছ নিয়ে তা সত্যিই প্রশংসার দাবিদার। আশা করি ইলিশ মাছ নিয়ে ব্যতিক্রমী এই গবেষণাগুলো জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াশা ও শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালেন আবহাওয়াবিদ 

ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

ইয়েমেনের সংকট নিরসনে উদ্যোগ নিল সৌদি আরব

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হলো যে দলের

ঢাকা-৬ আসনে ইশরাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে বাদ দিল কলকাতা

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা শুরু, জরুরি অবস্থা ঘোষণা

সাতক্ষীরায় বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, পাশে দাঁড়ালেন ভারতেরই তারকারা

১০

চাঁদপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেপ্তার

১১

জাতীয় নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : কবীর ভূইয়া

১২

ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থী রবিউল আলম রবির মনোনয়ন বৈধ

১৩

ইয়েমেন ভেঙে নতুন রাষ্ট্র হতে যাচ্ছে ‘দক্ষিণ আরবিয়া’

১৪

শীতকালে শরীরের জন্য পানি কেন গুরুত্বপূর্ণ

১৫

মৃত্যুজনিত কারণে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত

১৬

ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের মনোনয়ন বৈধ ঘোষণা

১৭

অবতরণের মুহূর্তে রানওয়ে থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বিমান

১৮

‘৫ ভরি স্বর্ণের দাম ১ কোটি টাকা’

১৯

তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

২০
X