বাঙলা কলেজ সাংবাদিক সমিতি (বাকসাস)-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২০১৯ সালের ২৮ জুলাই মনিরুল ইসলাম, শাহরিয়ার মাসুদসহ কয়েকজন তরুণের উদ্যোগে যাত্রা শুরু করে এ সংগঠনটি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান। সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকসাসের সাবেক সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সজিব, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা জাফর ইকবাল এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহরিয়ার মাসুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য এম. মোশাররফ হোসাইন, আজকের দৈনিকের সম্পাদক ও প্রমিস এসেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইসরাফিল মোল্লা, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক এ কে এম রাশেদ শাহরিয়ার এবং বাকসাসের প্রধান উপদেষ্টা আমানুর রহমান রনি।
এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের মধ্যে ছিলেন পলাশ মাহমুদ (বিভাগীয় প্রধান, দৈনিক কালবেলা), আসাদুজ্জামান আসাদ (স্টাফ রিপোর্টার, ভোরের চেতনা), আব্দুল্লাহ আল ইমরান (কথাসাহিত্যিক ও অনুসন্ধানী সাংবাদিক, কানাডা), মাসুদ রানা জুয়েন (কেন্দ্রীয় সভাপতি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন), জাহেদ বিন নাছির (কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ), নেওয়াজ খান বাপ্পি (কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ), মুনতাসীর আহমেদ (কেন্দ্রীয় সহসভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ), জাহিদ আহসান (কেন্দ্রীয় সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ), আরিফুল ইসলাম আদীব (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি), শেখ ফজলুল করীম মারুফ (কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং মীর আহমেদ বিন কাশেম (সংসদ সদস্য প্রার্থী, ঢাকা-১৪, বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
অনুষ্ঠানে অতিথিরা সাংবাদিকতা, শিক্ষাজীবন এবং নেতৃত্ব গঠনে ছাত্র সাংবাদিকতার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
বাঙলা কলেজ সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার পর থেকেই ক্যাম্পাস সাংবাদিকতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, সত্যের প্রতি দায়বদ্ধতা ও স্বাধীন মতপ্রকাশের সুযোগ তৈরি করে চলেছে এই সংগঠনটি।
মন্তব্য করুন